টানা ২০ দিন বন্ধ দিঘা মেন রোড!
প্রীতি পোদ্দার, কলকাতা: মহাকুম্ভের রেশ কাটতে না কাটতেই এবার পালা দিঘার (Digha) জগন্নাথ ধামের উদ্বোধন পর্বের। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে এপ্রিলের শেষের দিকে উদ্বোধনের কথা রয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। এসবের মাঝেই পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। অতিরিক্ত ভিড়ে যাতে পর্যটকদের কোনো রকম ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। আর এই প্রস্তুতির মাঝেই এবার জেলা প্রশাসনের তরফ থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশ দ্বারে এক বড় গেটের ব্যবস্থা করতে চলেছে।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন যে মন্দিরের শোভা আরও বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ-সহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। এবার সেই নির্দেশকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। সূত্রের খবর দিঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা ১১৬ বি জাতীয় সড়কের উপর চৈতন্যদ্বার নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে গেট নির্মাণের কাজ।
জানা গিয়েছে যেহেতু এই গেট নির্মাণ করতে দীর্ঘ দিন সময় লাগবে তাই আগামী ২০ দিনের জন্য এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করল জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই সড়কের সব গাড়ি বাইপাস দিয়ে ঘুরে নিউ দিঘায় যাতায়াত করবে। অন্যদিকে যারা ওল্ড দিঘায় যাবেন, তাদের দিঘা গেটের কাছে নামতে হবে। তারপর অটো, টোটো ধরে বাকি রাস্তা যেতে হবে। এ ছাড়াও জগন্নাথ মন্দিরে পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের সামনে মেন রোডের দু’দিকে পিলার তৈরি করা হয়েছে চৈতন্যদ্বার তৈরির জন্য।
ঘুরতে এসে পর্যটকদের যাতে কোনো সমস্যায় মধ্যে পড়তে না হয় তার জন্য আগাম গোটা দিঘায় মাইকিং করে প্রচার শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এই প্রসঙ্গে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, “রাস্তা বন্ধ না-রাখলে কাজ করা সম্ভব নয়। ছোট-বড় সব গাড়িকে এই ক’দিন বাইপাস হয়ে যাতায়াত করতে হবে। টোটো-অটোকে ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে। তবে হেঁটে যাতায়াতে কোনো বাধা নেই।” এই মুহূর্তে প্রায় ২০০ কোটি ব্যয়ের এই ২১৩ ফুট উচ্চতার জগন্নাথ ধাম দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা রাজ্যের মানুষ। তাই এর উদ্বোধনী অনুষ্ঠান যে বেশ জমকালো হবে তা বলার অপেক্ষা রাখে না।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
Redmi K90 Pro এবং POCO F8 Ultra স্মার্টফোনে উন্নত ক্যামেরা প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন পেরিস্কোপ…
iQOO Z10 ফোনটিতে শক্তিশালী ৭,৩০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা আগেই প্রকাশ করেছে সংস্থা। ব্যাটারির আরেকটি বিশেষত্ব হবে…
সুমন পাত্র, কলকাতা: তরুণ প্রজন্মের কাছে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। তবে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৮শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
রিয়েলমি ১৪ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ…
আপনি যদি প্রতিদিন অজানা নম্বর থেকে কল পেয়ে বিরক্ত হয়ে থাকেন, তবে এই সমস্যা খুব…
This website uses cookies.