টানা ২ সপ্তাহ বাতিল একাধিক ব্যান্ডেল লোকাল! বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

প্রীতি পোদ্দার, কলকাতা: নিত্যযাত্রীদের জন্য ফের বড় দুঃসংবাদ। এবার ২-৩ দিন নয়, টানা ২ সপ্তাহ ধরে বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন (Bandel Local Cancel)। রেল সূত্রে জন্য গিয়েছে আগিকাল থেকে টানা ১৬ দিন বন্ধ থাকবে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক লোকাল।ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণেই ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেইন লাইনে দিনের বেলায় ঘন্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই নেওয়া হল এই সিদ্ধান্ত। আর এই খবরে মাথায় বজ্রাঘাত পড়ল যাত্রীদের। ফের দুর্যোগ পোহাতে হবে তাঁদের।

কোন কোন ট্রেন বাতিল?

আগামীকাল অর্থাৎ ১৯ মার্চ বুধবার থেকে ৯ এপ্রিল বুধবার পর্যন্ত শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার বাদে লোকাল ট্রেন বাতিল করা হবে। রেল সূত্রে জন্য গিয়েছে এই কদিন ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হবে। বাতিলের তালিকায় আর কোনো ট্রেন যুক্ত হলে বা সময় সংক্রান্ত কোনও পরিবর্তন হলে তা স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তাই সেক্ষেত্রে যাত্রীদের রেল ঘোষণা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

READ MORE:  নারী দিবসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা, ঘোষণা সরকারের

দোলের দিনেও বন্ধ ছিল একাধিক ট্রেন

কিছুদিন আগে দোলের দিন শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। আর ওই বাতিল লোকাল ট্রেনের তালিকায় ছিল শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, রানাঘাট-কৃষ্ণনগর সিটি লোকাল, নৈহাটি-রানাঘাট লোকাল, শিয়ালদহ-শান্তিপুর লোকাল, রানাঘাট-বনগাঁ লোকাল, বিধাননগর-বারাকপুর লোকাল, শিয়ালদহ ক্যান্টনমেন্ট লোকাল, শিয়ালদহ-মধ্যমগ্রাম লোকাল, বারাসত-হাসনাবাদ লোকাল, শিয়ালদহ ক্যানিং-লোকাল-সহ একাধিক ট্রেন। যদিও প্রতি বছর দোল উপলক্ষে ট্রেন, মেট্রো পরিষেবাও কাটছাঁট করা হয়। তাই এই বছর তার ব্যতিক্রম হয়নি।

প্রসঙ্গত, গত রবিবার হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণে কাজের জেরে বাতিল করা হয়েছিল একাধিক ট্রেন। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন বেশ কিছু যাত্রী। যদিও পূর্ব রেল সূত্রে আগেই জানানো হয়েছিল যে হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক থাকবে ১৬ মার্চ পর্যন্ত।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top