প্রীতি পোদ্দার, কলকাতা: স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম হল ভারতীয় রেল। কিন্তু মাঝে মধ্যেই রেলের নানা যান্ত্রিক সমস্যার কারণে শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হয় যার দরুন নানা গোলযোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। কয়েক মাস পর পরই এমন ভোগান্তির সম্মুখীন হতে হয় যাত্রীদের। এই আবহে ফের ট্রেন বাতিলের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railways)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের ট্রেন বাতিলের ঘোষণা
রেল সূত্রে জন্য হয়েছে, আদ্রা ডিভিশনে রেলের কিছু জরুরি কাজ শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় রেল। যার দরুন আজ অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। যে সকল ট্রেন বাতিলের পথে, তার মধ্যে অন্যতম হল হল আপ-ডাউনে আসানসোল-আদ্রা (৬৮০৪৬/৬৮০৪৫) মেমু প্যাসেঞ্জার। এছাড়াও আসানসোল-পুরুলিয়া (৬৩৫৯৪/৬৩৫৯৩) মেমু প্যাসেঞ্জার চলবে না আজ অর্থাৎ ১৭ মার্চ, বুধবার অর্থাৎ ১৯ মার্চ এবং শনিবার অর্থাৎ ২২ মার্চ। এগুলি ছাড়াও ট্রেন বাতিল করা হয়েছে টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার, বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেস।
আগেও বন্ধ ছিল আদ্রা ডিভিশন
রেল লাইনে কাজের জন্য ট্রেনগুলির যাতায়াতের খানিক পরিবর্তন আনা হচ্ছে। শুরু কিংবা শেষ করার স্টেশন হবে। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, এই সময়পর্বে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজ হবে। এর আগে গত বছর ৬ ও ৭ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজের জন্য অনেক ট্রেন বাতিল করা হয়েছিল ৷ আবার একাধিক ট্রেন ঘুরপথে চলতে শুরু করেছে। এর ফলে কয়েকটি ট্রেনের যাত্রাপথও বেশ সংক্ষিপ্ত করা হয়েছে ৷
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বন্ধ ছিল শিয়ালদা স্টেশনের পর পর ৫টি প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হয় রেল পরিষেবা। বাতিল করা হয় বেশ কিছু ট্রেন। এবং বেশ কিছু ট্রেন চালানো হয় দমদম স্টেশন পর্যন্ত। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে সময় মতো অনেকেই গন্তব্যে পৌঁছতে পারেননি যাত্রীরা। তার জন্য ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।