প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিন যেন ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী বুধবার, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হতে চলেছে রাজ্যের সমুদ্র শহর দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। আর সেই শুভ মুহূর্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। সাধারণ জনগণ সহ বিশেষ অতিথিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। কিন্তু এই এত আয়োজনের মাঝে ঘটে গেল বিপত্তি। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে স্পেশ্যাল ট্রেন দিয়েও বাতিল করে দিল দক্ষিণ পূর্ব রেল। নতুন বিজ্ঞপ্তি নিয়ে উঠল জোর সমালোচনা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘটনাটি কী?
গত শুক্রবার, দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা করেছিল যে ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দিঘা যাওয়ার স্পেশাল ট্রেন পরিষেবা দেওয়া হবে। এই নিয়ে প্রতিটি সংবাদমাধ্যম এই সুখবর সম্প্রচার করেছিল। যা দেখে বেশ খুশি হয়েছিল পর্যটকেরা। প্রত্যেকদিন হাওড়া–দিঘা–হাওড়া এবং পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া এই বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল। হাওড়া থেকে দুপুর ১টা ১০ মিনিটে ট্রেন ছেড়ে দিঘা যাওর কথা ছিল। আর ওই একই লোকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে রাত সাড়ে ৯টায় হাওড়ায় আসার কথা ছিল। কিন্তু এখন আর তা হবে না। শেষ মুহূর্তে এসে সম্পূর্ণটাই বাতিল করল রেল।
রেলের সিদ্ধান্তে রাজনৈতিক চর্চা
সূত্রের খবর, রেলের এই নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া–দিঘা ইএমইউ স্পেশাল এবং পাঁশকুড়া–দিঘা ইএমইউ স্পেশালের পরিষেবা পরিচালনগত কারণে বাতিল করা হচ্ছে। অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী যেখানে পাঁশকুড়া থেকে ভোর ৪টে ৪৫ মিনিটে ট্রেন ছেড়ে দিঘা যাওয়ার কথা ছিল। আর দিঘা থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ট্রেন ছেড়ে পাঁশকুড়া আসার কথা ছিল। সেখানে রেলের এই ঘোষণার জেরে অনেকেই দিঘা যাওয়ার পরিকল্পনা ক্যানসেল করছে। এইমুহুর্তে হাওড়া থেকে দিঘার ট্রেন বলতে শুধুমাত্র তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কাণ্ডারী এক্সপ্রেস থাকবে। এমনিতেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আমজনতার উন্মাদনা তুঙ্গে ছিল কিন্তু এবার রেলের হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনকে রাজনৈতিক চাল বলে মনে করেছেন যাত্রীরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
স্বাভাবিকভাবে রেলের এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না শাসকদল। সামনেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে তার আগে পর্যটকদের এহেন হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তাঁদের দাবি ইচ্ছাকৃতভাবে ভাবে কেন্দ্র সরকার এই কাজ করেছে। কিন্তু এসব করেও মানুষকে আটকানো যাবে না বলেই মনে করছেন তাঁরা। মন্ত্রী অরূপ রায় এই বিষয়ে জানিয়েছেন, ‘এটা ছোট মনের পরিচয়। উদ্দেশ্য প্ৰণোদিত ভাবে করা হয়েছে। কিন্তু এভাবে মানুষকে আটকানো যাবে না। লক্ষাধিক মানুষের সমাগম হবে।’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।