টানা 4 মাস বিক্রিতে শীর্ষে! বৈদ্যুতিক গাড়ির বাজারে ঝড় তুলছে দশ লক্ষ টাকার এই EV

ভারতের ইলেকট্রিক ভেহিকেলের বাজারে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) ক্রমশ তাদের জমি শক্ত করে চলেছে, যার মুখ্য প্রমাণ কোম্পানির নতুন গাড়ি MG Windsor EV। এটি টানা ৪ মাস ধরে ভারতের যাত্রীবাহী ইলেকট্রিক গাড়ির বাজারে সর্বাধিক বিক্রিত মডেলে তকমা ধরে রেখেছে।বৈদ্যুতিক যাত্রীগাড়ি বিক্রির নিরিখে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসাবে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি করছে মরিস গ্যারাজ।

গত বছর অক্টোবরে লঞ্চ হয় গাড়িটি। তারপর থেকে এখনও পর্যন্ত MG Windsor EV এর ১৫ হাজার ইউনিট উৎপাদন করে ফেলেছে কোম্পানি। কেন্দ্রের বাহন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৩ হাজারের বেশি Windsor বিক্রি করেছে এমজি। টানা চার মাস ধরে প্রতি মাসে ৩ হাজার ইউনিটের বেশি বিক্রি হচ্ছে এই গাড়ি, যা সরাসরি চাপসৃষ্টি করেছে টাটা মোটরসের উপর।

READ MORE:  মাসে ৩৫ লক্ষ টাকা ভাড়া! দিল্লি বা বেঙ্গালুরু নয়, এই শহরেই টেসলার প্রথম শোরুম | Tesla open India First Showroom in BKC Mumbai

আকর্ষণীয় তথ্য হল, এই গাড়িটির বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৫,১৭৬ বুকিং পেয়েছিল এমজি। কোম্পানির দাবি, এই গাড়ির চাহিদা রয়েছে দেশজুড়ে। প্রতিদিন ২০০টি করে বুকিং পাচ্ছে কোম্পানি। দাম, ফিচার্স এবং অন্যান্য সুবিধার বিচারে গাড়িটি একটি সম্পূর্ণ প্যাকেজ হিসাবে মনে করছেন ক্রেতাদের একাংশ।

এই গাড়ি যদি ব্যাটারি সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে কেনা হয় তাহলে MG Windsor EV এর দাম শুরু ৯.৯৯ লাখ টাকা থেকে। অন্যদিকে, ব্যাটারি-সহ পুরো গাড়িটি কিনলে পড়বে ১৪ লাখ টাকা। কোম্পানি দাবি করেছে, ব্যাটারির ভাড়া প্রতি কিলোমিটারে ৩.৯ টাকা।

READ MORE:  বাইক-স্কুটার অতীত! এবার টোটো আনছে Bajaj, কম ট্রিপে বেশি আয় হবে চালকদের | Bajaj Patents New Electric Three Wheeler

এই ইলেকট্রিক গাড়িতে ৩৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতাফ লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে, যা ফুল চার্জে ৩৩২ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। গাড়িটি সর্বাধিক ১৩৪ হর্সপাওয়ার এবং ২০০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। মডেলটি একটি ৪৫ কিলোওয়াট ফাস্ট চার্জারের সঙ্গে পাওয়া যায়, যা ০-৮০% চার্জ করতে সময় নেয় ৫৫ মিনিট।

READ MORE:  Hyundai খেলা জমিয়ে দিল, টাটা পাঞ্চকে হারিয়ে দেশসেরার মুকুট ছিনিয়ে নিল Creta
Scroll to Top