ট্রাক ভর্তি মুরগি একাই কিনে ফেললেন অনন্ত আম্বানি, পিছনে রয়েছে মানবিক কারণ
সৌভিক মুখার্জী, কলকাতা: গুজরাটের মানুষজন এবারে অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী হলেন। হাতে মুরগি ধরে দাঁড়িয়ে রয়েছেন ভারতের ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তিনি বর্তমানে জামনগর থেকে দ্বারকা পর্যন্ত এক বিশেষ পথযাত্রা করছেন। তবে গত মঙ্গলবার এই যাত্রার মাঝেই এক বিরল ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আসলে মঙ্গলবার পথযাত্রার সময় দ্বারকার কাছে খাম্ভালিয়া শহরের উপর দিয়ে হাঁটছিলেন অনন্ত আম্বানি। হঠাৎ করেই তার নজরে পরে এক ট্রাক। জানা যাচ্ছে ট্রাকটিতে ছিল ২৫০টি মত মুরগি। মুরগিগুলিকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন অনন্ত আম্বানি। তিনি তৎক্ষণাৎ ভাবেন, এই নিরীহ প্রাণীগুলোকে যে করে হোক রক্ষা করতে হবে।
যেমন ভাবনা তেমন কাজ। অনন্ত আম্বানি সঙ্গে সঙ্গেই ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে চান মোট কত টাকা লাগবে পুরো ট্রাকের মুরগিগুলি কিনতে। এরপর তিনি তার সঙ্গে থাকা কর্মীদের নির্দেশ দেন যে, সব মুরগির দাম মিটিয়ে দিতে। কিন্তু এখন প্রশ্ন হল, কোথায় নিয়ে যাওয়া হবে এই মুরগিগুলিকে?
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভিদিৎ শর্মা নামের এক ব্যক্তির এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অনন্ত আম্বানির এই উদ্যোগকে অনেকেই প্রশংসা করছেন। অনেকেরই বক্তব্য, “একজন প্রকৃত পশুপ্রেমী এরকমই কাজ করবেন।”
অনন্ত আম্বানি জানিয়েছেন, এই ২৫০টি মুরগিকে তিনি বনতারায় পাঠাচ্ছেন। এটি তার প্রতিষ্ঠিত এক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গুজরাটের জামনগরে রয়েছে। বনতারা শুধুমাত্র বিরল প্রজাতির বন্যপ্রাণীদের আশ্রয় দেয় না, বরং আহত বা নিপীড়িত প্রাণীদেরকেও আশ্রয় দেয়। ইতিমধ্যেই এখানে ১.৫ লক্ষের বেশি উদ্ধারকৃত প্রাণী রয়েছে বলেই খবর।
এখানে উন্নতমানের পশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। MRI থেকে শুরু করে সিটি ক্যান, ICU, এমনকি হাতিদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বিশেষ করে বিলুপ্তপ্রায় এশিয়াটিক সিংহ, স্নো লেপার্ড, একশৃঙ্গ গন্ডার ইত্যাদি পশু সংরক্ষন করা হয় বনতারায়।
আগামী ১০ই এপ্রিল অনন্ত আম্বানির জন্মদিন। আর সেই উপলক্ষে তিনি জামনগর থেকে দ্বারকা পর্যন্ত ১৪০ কিলোমিটার পথযাত্রা করছেন। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটবেন বলেই জানান তিনি এবং নির্দিষ্ট সময়ের পর তিনি দ্বারকা মন্দিরের কাছে পৌঁছাবেন। তবে পথযাত্রার মাঝেই এই ঘটনা প্রমাণ করল যে, প্রাণীদের প্রতি কতটা নিষ্ঠাবান তিনি।
ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। তবে অনেক মানুষ এসব সুবিধার বিষয়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের নামে এখনও নির্বিচারে গাছ কাটা হচ্ছে। ধ্বংস করে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Bharti Airtel এবার তাদের গ্রাহকদের জন্য সেরা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘুরিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত সহ…
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) মামলায়…
শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায়…
This website uses cookies.