গুগল ও স্যামসাং একসাথে একটি নতুন স্মার্ট গ্লাস আনার পরিকল্পনা করেছে। কোরিয়ান সংবাদসংস্থা ইকোনমিক ডেইলির তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে, এই দুই সংস্থা Android XR Smart Glasses লঞ্চ করতে চলেছে। এই স্মার্ট গ্লাসের ২০২৬ সালে বাজারে আসবে। এই গ্লাসের প্রথম প্রোটোটাইপটি TED2025 কনফারেন্সে দেখিয়েছে গুগল এবং স্যামসাং এর উপর কাজ শুরু করেছে।
Google ও Samsung আনছে অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্ট গ্লাস
গুগল ও স্যামসাংয়ের এই অংশীদারিত্ব অগমেন্টেড ও এক্সটেন্ডেড রিয়ালিটি প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্ত খুলবে। গুগল সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষজ্ঞ, আবার স্যামসাং হার্ডওয়্যার উৎপাদনে বেশ অভিজ্ঞ। ফলে গুগল ও স্যামসাং একসাথে স্মার্ট গ্লাসটির উভয় দিক উন্নয়ন করতে পারবে। গুগল ইতিমধ্যেই এই গ্লাসের প্রোটোটাইপ দেখিয়েছে, যার মধ্যে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশন ক্যাপাবিলিটির মতো ফিচার আছে বলে জানা গেছে।
ফিচার
Android XR স্মার্ট গ্লাসে লাইভ ট্রান্সলেশনের সুবিধা থাকবে, যা মুহুর্তে যেকোনো ভাষা অনুবাদ করে দেবে। আবার মেমোরি রিকল ফিচারের মাধ্যমে সাম্প্রতিক ভিজ্যুয়াল ইনপুট পুনরায় দেখা যাবে। এছাড়া, এই গ্লাসে থাকবে উন্নত নেভিগেশন টুল, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও সুবিধা প্রদান করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং স্মার্ট গ্লাসের ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকবে। এটি প্রথমে ২০২৫ সালের শেষে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল, তবে প্রতিবেদনে বলা হয়েছে Android XR গ্লাসটি ২০২৬ সালে বাজারে আসবে।