লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ট্রান্সলেশন সহ থাকবে অনেক সুবিধা, গুগল ও স্যামসাং একসঙ্গে আনছে Android XR Smart Glasses

Published on:

গুগল ও স্যামসাং একসাথে একটি নতুন স্মার্ট গ্লাস আনার পরিকল্পনা করেছে। কোরিয়ান সংবাদসংস্থা ইকোনমিক ডেইলির তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করেছে, এই দুই সংস্থা Android XR Smart Glasses লঞ্চ করতে চলেছে। এই স্মার্ট গ্লাসের ২০২৬ সালে বাজারে আসবে। এই গ্লাসের প্রথম প্রোটোটাইপটি TED2025 কনফারেন্সে দেখিয়েছে গুগল এবং স্যামসাং এর উপর কাজ শুরু করেছে।

READ MORE:  Smart TV: প্রিমিয়াম ফিচার ও বড় স্ক্রিনের সস্তা Smart TV খোঁজ করছেন? এই তিনটি মডেলে রয়েছে দুর্দান্ত ডিল | Big Screen Smart TV Under 20000

Google ও Samsung আনছে অ্যান্ড্রয়েড এক্সআর স্মার্ট গ্লাস

গুগল ও স্যামসাংয়ের এই অংশীদারিত্ব অগমেন্টেড ও এক্সটেন্ডেড রিয়ালিটি প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্ত খুলবে। গুগল সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষজ্ঞ, আবার স্যামসাং হার্ডওয়্যার উৎপাদনে বেশ অভিজ্ঞ। ফলে গুগল ও স্যামসাং একসাথে স্মার্ট গ্লাসটির উভয় দিক উন্নয়ন করতে পারবে। গুগল ইতিমধ্যেই এই গ্লাসের প্রোটোটাইপ দেখিয়েছে, যার মধ্যে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশন ক্যাপাবিলিটির মতো ফিচার আছে বলে জানা গেছে।

READ MORE:  55 inch Tv Under 30K: বাড়ি হয়ে যাবে সিনেমা হল, 55 ইঞ্চি 4K স্মার্ট টিভি এখন 30 হাজার টাকার কম দামে | Best 55 inch 4K Smart LED TV Under 30000 Price in India

ফিচার

Android XR স্মার্ট গ্লাসে লাইভ ট্রান্সলেশনের সুবিধা থাকবে, যা মুহুর্তে যেকোনো ভাষা অনুবাদ করে দেবে। আবার মেমোরি রিকল ফিচারের মাধ্যমে সাম্প্রতিক ভিজ্যুয়াল ইনপুট পুনরায় দেখা যাবে। এছাড়া, এই গ্লাসে থাকবে উন্নত নেভিগেশন টুল, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও সুবিধা প্রদান করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং স্মার্ট গ্লাসের ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকবে। এটি প্রথমে ২০২৫ সালের শেষে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল, তবে প্রতিবেদনে বলা হয়েছে Android XR গ্লাসটি ২০২৬ সালে বাজারে আসবে।

READ MORE:  সবচেয়ে সস্তায় ট্রান্সপারেন্ট ডিজাইন সহ ইয়ারবাড লঞ্চ করল Truke, প্রথম সেলে ২০০ টাকা ছাড়
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.