লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ট্রিপল ক্যামেরা ও 70W ফাস্ট চার্জ ফিচার্সের সঙ্গে দুর্দান্ত ফোন আনছে Tecno, লঞ্চ শীঘ্রই

Published on:

Tecno গত বছর ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে Camon 30 সিরিজের স্মার্টফোন উন্মোচন করে সাড়া ফেলে দিয়েছিল। সেটির উত্তরসূরী হিসাবে চলতি বছরে বাজারে আসবে Tecno Camon 40 সিরিজ। এই লাইনআপে 4G এবং 5G ভেরিয়েন্টের পাশাপাশি, বেস, প্রো, ও প্রিমিয়াম মডেল লঞ্চ হবে। এখন আসন্ন Tecno Camon 40 4G ও Camon 40 NBTC ও FCC ওয়েবসাইটে দেখা গিয়েছে।

READ MORE:  সস্তায় চমৎকার ফিচার, এক সাথে বাজারে আসছে Tecno Spark 40, Spark 40 Pro, 40 Plus মডেল | Tecno Spark 40 Pro Plus Spotted EEC Certification

মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুযায়ী, CM8 মডেল নম্বর সহ একটি Tecno স্মার্টফোন FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। পূর্বে IMEI লিস্টিং থেকে জানা গিয়েছিল, ফোনটি Tecno Camon 40 Premier নামে আসবে। এতে ব্লুটুথ, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই এবং এনএফসি সাপোর্টের পাশাপাশি ৫জি ও ৪জি উভয় কানেক্টিভিটির সমর্থন মিলবে।

Tecno Camon 40 Premier-এর রেন্ডারে ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। যার ভিতরে টেলিফটো লেন্স সহ তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে বলে মনে হচ্ছে। ক্যামেরা আইল্যান্ডের বাইরে পিল-আকৃতির এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকছে। পাওয়ার বাটন এবং ভলিউম কী ফোনের ডানদিকে দেখা যাচ্ছে।

READ MORE:  Ola Electric Discount: দোল উপলক্ষে বাম্পার অফার, ইলেকট্রিক স্কুটারের দাম 26,750 টাকা কমিয়ে দিল Ola | Holi Flash Sale

ডিভাইসটি অন্তত ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে। সঙ্গে ৭০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে, থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশনে স্পট করা ফোনটি হল Tecno Camon 4G। এতে ফাইভ-জি সাপোর্ট মিলবে না। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Deekseek R1: আজ লঞ্চ হচ্ছে Infinix Note 50 সিরিজ, ডিপসিক এআই, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে ওয়্যারলেস চার্জিং | Infinix Note 50 Series Launch Today
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.