লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বাজারে ঝড় তুলবে CMF এর নতুন স্মার্টফোন, টিজার প্রকাশ্যে এল

Published on:

Nothing Phone 3a এবং 3a Pro চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে। এবার নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ নতুন ফোন বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। লন্ডন ভিত্তিক ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়ায় টিজার পোস্ট করে নতুন পণ্যের আগমনের ইঙ্গিত দিয়েছে। নাথিং-এর ভারতীয় শাখা এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে বালবাসর নামের একটি পোকেমনের ছবি শেয়ার করেছে। এই কোডনামেই CMF Phone 2-এর উপর কাজ চলছে বলে জানা গিয়েছে। টিজার পোস্টে কামিং সুন লেখার অর্থ হল, ডিভাইসটি তাড়াতাড়ি লঞ্চ হবে।

READ MORE:  বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

CMF Phone 2 এর ডিজাইন

উল্লেখ্য, সম্প্রতি সিএমএফ ফোন ২ এর ছবি অনলাইনে ফাঁস হয়েছে। সেখানে ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে দেখা গিয়েছে। ক্যামেরা সেন্সরগুলি এলইডি ফ্ল্যাশের পাশে ত্রিভুজাকার আকারে সাজিয়ে রাখা হয়েছে। এটি গত বছর আত্মপ্রকাশ করা সিএমএফ ফোন ১ এর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। ছবিতে সিএমএফ ফোন ২ কালো রঙে দেখা গিয়েছে। এটি আরও কালার অপশনে আসবে বলে আশা করা যায়।

READ MORE:  OnePlus 13T Launch: মুহূর্তে ফুল চার্জ হবে OnePlus 13T, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | OnePlus 13T Spotted 3C Certification

এছাড়া, ফোনটিতে ম্যাট ফিনিশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আর ব্যাক প্যানেলের স্ক্রুগুলি ইঙ্গিত দেয়, এটি ইন্টারচেঞ্জেবল কভার ও অ্যাক্সেসরির সাথে আসবে। এমনকি স্ক্রুগুলো CMF Phone 1 এর মতো একই অবস্থানে সাজানো। জানিয়ে রাখি, এই স্মার্টফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে। যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর বর্তমান।

ভারতে CMF Phone 1-এর দাম ও স্পেসিফিকেশন

সিএমএফ-এর ফোন হিসাবে এই ফোনটি গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। তখন দাম ছিল ১৫,৯৯৯ টাকা। এতে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড এলটিপিএস ডিসপ্লে রয়েছে। MediaTek Dimensity 7300 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৮ জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যায়। ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। জল ও ধুলো থেকে রক্ষার জন্য IP52 রেটেড চ্যাসিস রয়েছে।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.