রেলযাত্রীদের জন্য সুখবর! অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেল প্রতিটি যাত্রীর টিকিটে বিশাল ভর্তুকি দেয়। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা ছাড় তো রয়েছেই, তবে সাধারণ যাত্রীদের জন্যও বড়সড় ভর্তুকি দেয় রেল। এবার সংসদে সেই পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
৪৭% ভর্তুকির ঘোষণা
রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের প্রকৃত খরচ ১.৩৮ টাকা, কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ৭৩ পয়সা। অর্থাৎ, ভারতীয় রেল যাত্রীদের ৪৭% ভর্তুকি দিচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, ভারতীয় রেল সাশ্রয়ী মূল্যে যাত্রীদের নিরাপদ ও আধুনিক পরিষেবা দিচ্ছে এবং বিশ্ব মানচিত্রেও নিজেদের জায়গা করে নিচ্ছে। তুলনামূলকভাবে, ভারতের রেল ভাড়া পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে কম, আর পশ্চিমা দেশগুলোর তুলনায় ১০-২০ গুণ সস্তা।
প্রকাশ্যে গুরুত্বপূর্ণ তথ্য
২০২২-২৩ অর্থবছরে রেল ৫৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল, যা ২০২৩-২৪ সালে বেড়ে প্রায় ৬০,০০০ কোটিতে পৌঁছেছে। রেলমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ন্যূনতম ভাড়ায় উন্নত ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করা।
এছাড়া, ভারতীয় রেল ২০২৫ সালের মধ্যে ‘স্কোপ ১ নেট জিরো’ এবং ২০৩০ সালের মধ্যে ‘স্কোপ ২ নেট জিরো’ অর্জনের লক্ষ্যে কাজ করছে, যা পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ।
সাধারণ যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ
রেল দরিদ্র যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। বর্তমানে এসি কোচের তুলনায় সাধারণ কোচের সংখ্যা আড়াই গুণ বাড়ানো হচ্ছে এবং ১৭,০০০ নতুন নন-এসি কোচ তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলের এই পদক্ষেপ যাত্রীদের আরও সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের সুযোগ করে দেবে।