ট্রেনের টিকিটে বড় সুবিধা! ৪৭% ভর্তুকির কথা সংসদে জানালেন রেলমন্ত্রী
রেলযাত্রীদের জন্য সুখবর! অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেল প্রতিটি যাত্রীর টিকিটে বিশাল ভর্তুকি দেয়। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা ছাড় তো রয়েছেই, তবে সাধারণ যাত্রীদের জন্যও বড়সড় ভর্তুকি দেয় রেল। এবার সংসদে সেই পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের প্রকৃত খরচ ১.৩৮ টাকা, কিন্তু যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ৭৩ পয়সা। অর্থাৎ, ভারতীয় রেল যাত্রীদের ৪৭% ভর্তুকি দিচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, ভারতীয় রেল সাশ্রয়ী মূল্যে যাত্রীদের নিরাপদ ও আধুনিক পরিষেবা দিচ্ছে এবং বিশ্ব মানচিত্রেও নিজেদের জায়গা করে নিচ্ছে। তুলনামূলকভাবে, ভারতের রেল ভাড়া পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে কম, আর পশ্চিমা দেশগুলোর তুলনায় ১০-২০ গুণ সস্তা।
২০২২-২৩ অর্থবছরে রেল ৫৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল, যা ২০২৩-২৪ সালে বেড়ে প্রায় ৬০,০০০ কোটিতে পৌঁছেছে। রেলমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ন্যূনতম ভাড়ায় উন্নত ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করা।
এছাড়া, ভারতীয় রেল ২০২৫ সালের মধ্যে ‘স্কোপ ১ নেট জিরো’ এবং ২০৩০ সালের মধ্যে ‘স্কোপ ২ নেট জিরো’ অর্জনের লক্ষ্যে কাজ করছে, যা পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে বড় পদক্ষেপ।
রেল দরিদ্র যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে সাধারণ কোচের সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। বর্তমানে এসি কোচের তুলনায় সাধারণ কোচের সংখ্যা আড়াই গুণ বাড়ানো হচ্ছে এবং ১৭,০০০ নতুন নন-এসি কোচ তৈরি করা হচ্ছে।
ভারতীয় রেলের এই পদক্ষেপ যাত্রীদের আরও সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের সুযোগ করে দেবে।
সুমন পাত্র, কলকাতা: কম বাজেটের মধ্যে Samsung ফোন নেওয়ার কথা ভাবলে, আমরা এই প্রতিবেদনে তিনটি…
ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা…
সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৩শে মার্চ, রবিবার। আজকের রাশিফল (Today Horoscope) অনুযায়ী কেমন কাটতে চলেছে…
ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) স্বাস্থ্য বীমা খাতে প্রবেশের পরিকল্পনা করছে। কোম্পানিটি ২০২৫ সালের মার্চ…
Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো…
This website uses cookies.