ট্রেনের টিকিটে ৪৭% ভর্তুকি, সংসদে জানালেন রেলমন্ত্রী
শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। অনেকেই হয়তো জানেন তো আবার অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় রেল কিন্তু ট্রেনে ভ্রমণকারী প্রতিটি যাত্রীকে টিকিটের ভাড়ায় বিশাল ভর্তুকি (Train Ticket Subsidy) দেয়। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। রেলের তরফে প্রবীণ নাগরিক, শিক্ষার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা ছাড় দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন এই পরিমাণ কত? জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বড় তথ্য দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে রেলওয়ে যাত্রীদের আরও বেশি ভর্তুকি দেয়। ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের খরচ ১.৩৮ টাকা, যেখানে যাত্রীদের কাছ থেকে মাত্র ৭৩ পয়সা নেওয়া হচ্ছে। এর অর্থ হল রেলওয়ে যাত্রীদের ৪৭ শতাংশ ভর্তুকি দিচ্ছে।
রাজ্যসভায় রেলপথ মন্ত্রকের কার্যকারিতা নিয়ে আলোচনার সময়, অশ্বিনী বৈষ্ণব বলেন যে ভারতীয় রেলপথ কেবল সাশ্রয়ী মূল্যে যাত্রীদের নিরাপদ এবং উন্নত পরিষেবা প্রদান করছে না, বরং বিশ্ব স্তরেও তার স্থান তৈরি করছে। তিনি বলেন যে ভারতে রেল ভাড়া পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির তুলনায় কম, যেখানে পশ্চিমা দেশগুলিতে এটি ভারতের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি।
২০২২-২৩ অর্থবছরে যাত্রীদের ৫৭,০০০ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছিল, যা ২০২৩-২৪ সালে প্রায় ৬০,০০০ কোটি টাকা ছিল। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো ন্যূনতম ভাড়ায় নিরাপদ এবং উন্নত পরিষেবা প্রদান করা।” রেল বিদ্যুতায়নের সুবিধাগুলি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে যাত্রী এবং মাল পরিবহনের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও জ্বালানি খরচ স্থিতিশীল রয়েছে। ভারতীয় রেল ২০২৫ সালের মধ্যে ‘স্কোপ ১ নেট জিরো’ এবং ২০৩০ সালের মধ্যে ‘স্কোপ ২ নেট জিরো’ অর্জনের লক্ষ্যে কাজ করছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরে, ভারতীয় রেল ১.৬ বিলিয়ন টন পণ্য পরিবহন করবে, যা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতকে বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে স্থান দেবে। এটি রেলওয়ের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং সরবরাহ খাতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ে দরিদ্র যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের দিকে মনোনিবেশ করছে। এর জন্য, এসি কোচের তুলনায় সাধারণ কোচের সংখ্যা আড়াই গুণ বাড়ানো হচ্ছে। রেলওয়ের বর্তমান পরিকল্পনার অধীনে, ১৭,০০০ নন-এসি কোচ তৈরি করা হচ্ছে।
OnePlus 13T ফোনে ১.৫কে রেজোলিউশনের ৬.৩১ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি গ্রাহকদের চিন্তা বাড়লো। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার ATM লেনদেন…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা বৃষ্টির জেরে বাংলার পারদ বেশ খানিকটা কমেছে। একদম যেন ৯০ ডিগ্রি…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪শে মার্চ, সোমবার। আজ কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
সুমন পাত্র, কলকাতা: দেশের বাজারে কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে রিয়েলমি এবং ভিভোর একাধিক ডিভাইস রয়েছে।…
This website uses cookies.