সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ট্রেনে সফর (Train Travel) করতে ভালোবাসেন? বিশেষ করে খাবার দাবার নিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। ভারতীয় রেলপথ হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় ট্রেনে ভ্রমণ করেন। যাত্রার সময় যাত্রীদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় এবং ভালো অভিজ্ঞতা প্রদান করা যায় সেজন্য রেলওয়ে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নির্ধারণ করেছে যা অনুসরণ করা বাধ্যতামূলক। আজ তেমনই একটি নিয়ম নিয়ে আলোচনা করা হবে, আর যেটি কিনা হল ঘি। আপনি ট্রেনে কতটা পরিমাণে ঘি নিয়ে যাবেন সে বিষয়ে রেলের নিয়ম জেনে রাখা উচিৎ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ঘি নিয়ে রেলের কিছু নিয়ম
ঘি খেতে কে না পছন্দ করেন। রুটি, পরোটা, ভাতের সঙ্গে অনেকেই আছেন যারা ঘি খেতে পছন্দ করেন। কেউ কেউ ট্রেনে ভ্রমণের সময়েও ঘি নিয়ে থাকেন। কিন্তু ট্রেনে ভ্রমণের সময়ে কোনও যাত্রী কতটা পরিমাণে ঘি নিতে পারবেন সেটা নিয়েও রেলের তরফে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ফলে আপনারও যদি এরকম কোনও প্ল্যান হয়ে থাকে তাহলে জেনে নিন নিয়ম।
একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ঘি দিয়ে ভারতীয় ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তাও, যদি ঘি টিনের ক্যানিস্টারে সিল করা থাকে তবেই। যদি আপনি বেশি ঘি দিয়ে ট্রেনে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে প্রথমে রেলওয়ে কর্মীদের সঙ্গে কথা বলতে হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
সর্বোচ্চ ২০ কেজি ঘি নিতে পারবেন
আসলে একটি ট্রেনের গড় তাপমাত্রা একটি ঘরের তাপমাত্রার সমান। এই তাপমাত্রায় ঘি প্রায়শই তরল থাকে। ঘি পড়ে যাওয়ার কারণে যাত্রীদের ট্রেনে পিছলে পড়ে যাওয়ার এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই কারণেই ট্রেনে ২০ কেজির বেশি ঘি নিয়ে ভ্রমণ করা যাবে না। যদি আপনি ২০ কেজির কম ঘি নিয়ে ট্রেনে ভ্রমণ করেন, তাহলে কোনও সমস্যা নেই। শুধু নিশ্চিত করুন যে যে পাত্রে ঘি রাখা হয়েছে তা ফুটো না হচ্ছে এবং তা থেকে ঘি ঝরে পড়ছে না। তবে, যদি আপনি এর চেয়ে বেশি ঘি নিয়ে ভ্রমণ করেন, তাহলে আপনাকে রেলওয়ে কর্মীদের জানাতে হবে।