ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের তলায় ঢুকলেন মহিলা! প্রাণ বাজি রেখে বাঁচালেন রেল পুলিশ
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সমস্ত ঘটনাই আমাদের হাতের মুঠোয় চলে আসে। সেই সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা ভয় ধরায়। কিছু ঘটনা আনন্দ, দায়িত্ব দেয়। আর এবার সেই রকমই এক ভয় ধারানো ঘটনা ঘটলো যদিও তার পরবর্তী অংশটা ভালো কিছুর অপেক্ষাই করেছিল।
রেল লাইনে কাটা পড়া, চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া এই জাতীয় দুর্ঘটনার কথা আমরা আকছার শুনে থাকি। নিত্যযাত্রীদের তাড়াহুড়োর জেরেই এই জাতীয় দুর্ঘটনাগুলি ঘটে থাকে। অত্যন্ত তাড়াহুড়োয় ট্রেনে উঠতে গিয়ে অথবা নামতে গিয়ে ট্রেন থেকে পড়ে বহু যাত্রীই মৃত্যুর সম্মুখীন হয়।
তবে বহু ক্ষেত্রেই বহুবার ভারতীয় রেলের তরফে সতর্কবার্তা জারি করা হলেও যাত্রীদের হুঁশ ফেরেনি। যে কারণে নিত্যদিন ঘটে যায় কোনও না কোনও দুর্ঘটনা। আর তার প্রমাণ ফের মিলল আরও একবার। বারবার যাত্রীদের চলন্ত ট্রেন থেকে না নামার অনুরোধ করলেও কথায় কর্ণপাত করেন না যাত্রীরা। যার জন্য ঘটে যায় দুর্ঘটনা।
https://x.com/RailMinIndia/status/1898561879661851045
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, চলন্ত এক্সপ্রেস বোরিভলি স্টেশনে একটু গতি কমাতেই একজন মহিলা ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ওই মহিলাকে নামতে সাহায্য করছিলেন আর এক মহিলা। কিন্তু ব্যাগ হাতে চলন্ত ট্রেন থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারান মহিলা। সোজা ঢুকে যাচ্ছিলেন ট্রেনের নিচে।
সেই সময় প্লাটফর্মে উপস্থিত ছিলেন এক রেল পুলিশ। তিনি ওই মহিলার রক্ষাকর্তা হয়ে আসেন। নিজের জীবনের পরোয়া না করে তিনি প্রাণ বাঁচান ওই মহিলার। ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই ওই রেল পুলিশকে কুর্নিশ জানিয়েছেন নেট দুনিয়া। ওই পুলিশ মহিলাকে বাঁচাতে পারলেও তার ব্যাগটি চলে যায় ট্রেনের নিচে।
উল্লেখ্য, শনিবার সকালে রেল মন্ত্রকের এক্স হ্যান্ডল থেকে এই ঘটনার ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘‘মহারাষ্ট্রের বোরিভলি স্টেশনে এক জন মহিলা চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভারসাম্য না রাখতে পেরে পড়ে যান। রেলপুলিশের কর্মী তাঁর প্রাণ বাঁচান। দয়া করে আপনারা চলন্ত ট্রেনে ওঠা বা নামার চেষ্টা করবেন না।’’
শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই বড় রকমের সাফল্য পেল ইসরো (ISRO)। এখন সেইদিন হয়তো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনি যদি শিক্ষকতা বা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়তে চান তাহলে…
কখনও কখনও, ধনসম্পদ সোনা বা গয়না হয় না। চণ্ডীগড়ের বাসিন্দা রতন ধিলনের জন্য, এই ধনসম্পদ…
আইফোন এবং অ্যান্ড্রয়েড, উভয় ব্যবহারকারীদেরই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।…
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ দোল উৎসবে। আকাশে বাতাসে আজ রঙিন আহ্লাদের আবহাওয়া। কিন্তু এর মাঝেই…
কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য দারুণ সুখবর। ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে ইউনিফায়েড…
This website uses cookies.