লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ঠাসা ফিচার, রয়েছে ব্লুটুথ কলিং! ১৫০০ টাকার মধ্যে boAt থেকে Noise এর সেরা তিন স্মার্টওয়াচ | 3 Top Smartwatch Under 1500 Rupees

Published on:

পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক বিকল্প রয়েছে অ্যামাজনে। দাম ১৫০০ টাকারও কম। দৈনিক অ্যাক্টিভিটি ট্র্যাক করার পাশাপাশি ব্লুটুথ কলিংয়ের মতো আধুনিক সুবিধাও পাওয়া যাবে এগুলিতে। যারা এই দামের মধ্যে স্মার্টওয়াচের কেনার পরিকল্পনা করছেন, তাদের কাজ সহজ করে দেওয়ার জন্য তিনটি স্মার্টওয়াচের সন্ধান রইল।

READ MORE:  শুরু হল সেল, নতুন iPad Air (2025), iPad (2025) কত দামে কিনতে পারবেন দেখে নিন

১৫০০ টাকার কমে সেরা তিন স্মার্টওয়াচ

beatXP Flux

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৪১৫x৪১৫ পিক্সেল রেজোলিউশন। সর্বোচ্চ ৫০০ নিট পিক ব্রাইটনেস। স্মার্টওয়াচটির দাম ১১৯৯ টাকা। রয়েছে একাধিক ডিসকাউন্ট অফারও। এতে ব্লুটুথ কলিং, কল-মেসেজ নোটিফিকেশন এবং ২৪ ঘন্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। মিলবে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড।

Noise Pulse 2 Max

দ্বিতীয় মডেল হল নয়েস পালস ২ ম্যাক্স, যাতে ১.৮৫ ইঞ্চি TFT ডিসপ্লে, ৫৫০ নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এটির ওজন ৪৫ গ্রাম। রয়েছে ব্লুটুথ কলিং এবং DND ফাংশন। এতে ১৫০টি ওয়াচ ফেস পাওয়া যাবে। অ্যামাজনে এটির দাম ১,৩৯৯ টাকা। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।

READ MORE:  আপনার সঙ্গীর পছন্দ হবেই, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেরা ১০ গ্যাজেট গিফট আইটেম

boAt Wave Sigma 3

তালিকার তৃতীয় এবং শেষ স্মার্টওয়াচ হল বোট ওয়েভ সিগমা ৩, যাতে অলওয়েজ অন ডিসপ্লে ফাংশন এবং জিপিএস উপস্থিত। এটির ডিসপ্লে ২.০১ ইঞ্চি এইচডি এবং এতে Emergency SOS সহ পাওয়া যাবে। এছাড়াও, স্মার্টওয়াচটিতে ৭০০টিরও বেশি অ্যাক্টিভ মোড এবং ৭ দিনের ব্যাটারি লাইফ রয়েছে বলে দাবি কোম্পানির। এই স্মার্টওয়াচটিতে বিল্ট-ইন গেমও দেওয়া হয়েছে। অ্যামাজনে এটির দাম ১,৪৯৯ টাকা।

READ MORE:  Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.