ঠাসা ফিচার, রয়েছে ব্লুটুথ কলিং! ১৫০০ টাকার মধ্যে boAt থেকে Noise এর সেরা তিন স্মার্টওয়াচ | 3 Top Smartwatch Under 1500 Rupees
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক বিকল্প রয়েছে অ্যামাজনে। দাম ১৫০০ টাকারও কম। দৈনিক অ্যাক্টিভিটি ট্র্যাক করার পাশাপাশি ব্লুটুথ কলিংয়ের মতো আধুনিক সুবিধাও পাওয়া যাবে এগুলিতে। যারা এই দামের মধ্যে স্মার্টওয়াচের কেনার পরিকল্পনা করছেন, তাদের কাজ সহজ করে দেওয়ার জন্য তিনটি স্মার্টওয়াচের সন্ধান রইল।
এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৪১৫x৪১৫ পিক্সেল রেজোলিউশন। সর্বোচ্চ ৫০০ নিট পিক ব্রাইটনেস। স্মার্টওয়াচটির দাম ১১৯৯ টাকা। রয়েছে একাধিক ডিসকাউন্ট অফারও। এতে ব্লুটুথ কলিং, কল-মেসেজ নোটিফিকেশন এবং ২৪ ঘন্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। মিলবে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড।
দ্বিতীয় মডেল হল নয়েস পালস ২ ম্যাক্স, যাতে ১.৮৫ ইঞ্চি TFT ডিসপ্লে, ৫৫০ নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। এটির ওজন ৪৫ গ্রাম। রয়েছে ব্লুটুথ কলিং এবং DND ফাংশন। এতে ১৫০টি ওয়াচ ফেস পাওয়া যাবে। অ্যামাজনে এটির দাম ১,৩৯৯ টাকা। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।
তালিকার তৃতীয় এবং শেষ স্মার্টওয়াচ হল বোট ওয়েভ সিগমা ৩, যাতে অলওয়েজ অন ডিসপ্লে ফাংশন এবং জিপিএস উপস্থিত। এটির ডিসপ্লে ২.০১ ইঞ্চি এইচডি এবং এতে Emergency SOS সহ পাওয়া যাবে। এছাড়াও, স্মার্টওয়াচটিতে ৭০০টিরও বেশি অ্যাক্টিভ মোড এবং ৭ দিনের ব্যাটারি লাইফ রয়েছে বলে দাবি কোম্পানির। এই স্মার্টওয়াচটিতে বিল্ট-ইন গেমও দেওয়া হয়েছে। অ্যামাজনে এটির দাম ১,৪৯৯ টাকা।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
This website uses cookies.