‘ডবল ধামাকা’ ওয়েব সিরিজে অন্তরঙ্গতায় রেকর্ড ভেঙেছেন Rajsi Verma, বাচ্চাদের সামনে দেখবেন না

আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রথাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।

READ MORE:  অবিলম্বে 'দিদি নম্বর ১' বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে, ক্ষুব্ধ এক প্রতিযোগীর প্রাক্তন স্বামী

এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার।

READ MORE:  কুম্ভের ভিড়ে এক হাতে আয়না অন্য হাতে মেকআপ বক্স ধরে স্ত্রীর সাজার ইচ্ছে পূরণ করলেন স্বামী! প্রেমকে কুর্নিশ নেটিজেনদের

সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে জনপ্রিয়তা পাচ্ছে Ullu প্ল্যাটফর্ম। এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে এই অ্যাপকে বাদশা বলা যেতে পারে। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে যেই ভিডিও ভাইরাল হচ্ছে তাতে রয়েছে উল্লু অ্যাপের একটি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম, ‘ডবল ধামাকা‘। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজর্ষি ভার্মা। এই ওয়েবসিরিজের গল্পে দুই বোনের বড় বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। তার শ্বশুরবাড়িতে আসে তার ছোট বোন। এবং সেখানেই বড় বোনের ভাগ্নের প্রেমে পড়ে যান তিনি। সেখান থেকে হয় শারীরিক সম্পর্ক। আর এই কথা জানতে পেরে বড় বোন দুজনকেই বকাঝকা করেন। কিন্তু তিনি আবার নিজের যৌনক্ষুধা মেটাতে ভাগ্নের উপর জোর করেন। এরপরেই আসে টুইস্ট। সেইটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে এই ওয়েব সিরিজ।

READ MORE:  সাহসিকতার সীমা ছড়ালেন ওয়েব সিরিজের হট অভিনেত্রী, ভিডিও দেখলে ঘাম ঝরবে

Scroll to Top