লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডানকুনিতে মিটবে যানজট সমস্যা? NHAI-র সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য সরকারের

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: কলকাতা থেকে বর্ধমান হোক কিংবা বর্ধমান থেকে কলকাতা, আসা যাওয়া কার্যত যুদ্ধের সমান। সাধারণ মানুষের সমস্যার যেন শেষই নেই। এর কারণ অবশ্যই হল লম্বা সময় ধরে ডানকুনির কাছে থাকা জাতীয় সড়কের কাজ। সাধারণ মানুষের রোজকার যাতায়াত অভিজ্ঞতা যাতে ভালো হয় তার জন্য কাজ হচ্ছে। কিন্তু সুবিধার বদলে এখন যেন অসুবিধাই বেশি হচ্ছে। আর এই সমস্যা যাতে মেটানো যায় তার জন্য বৈঠকে বসল রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যানজট কমাতে উদ্যোগী রাজ্য সরকার

কলকাতা এবং বর্ধমানের মধ্যে সংযোগকারী জায়গা ডানকুনি বিগত বেশ কিছু সময় ধরে সাধারণ মানুষের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি করছে। এই ডানকুনির উপর থাকা জাতীয় সড়ক দিয়ে নিজের গাড়ি ছুটানো যেন একপ্রকার দুঃসহ হয়ে উঠছে এর চেয়ে অবশ্যই বড় কারণ হলো তীব্র যানজট। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভুরি ভুরি অভিযোগ উঠছে। এখানে অবস্থায় সকলে সমস্যা লাঘব করতে রাজ্য সরকার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক মেগা বৈঠকে বসেছিল গত মঙ্গলবার।

READ MORE:  Kali Idol: সরকারি কাজ করতে গিয়ে খনন, মাটি খুঁড়তেই উঠে এল সোনার কালী মূর্তি! শোরগোল দুর্গাপুরে | Gold Kali Recover In Durgapur

জানা গিয়েছে, এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ‌্যসচিব মনোজ পন্থ, পূর্ত দপ্তর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই এবং পুলিশের কর্তারা। কীভাবে জাতীয় সড়কে রোজকার এই যানজট নিয়ন্ত্রণে আনা যায় সে ব্যাপারে দুই পক্ষের মধ্যে টানা বৈঠক হয়। এদিকে এই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ আশাবাদী যে যানজট কমলেও কমতে পারে আগামী দিনে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সুবিধা হবে সাধারণ মানুষের?

আসলে হুগলির সংযোগস্থল থেকে ডানকুনি পেরিয়ে একাধিক সাবওয়ে এবং রাস্তা পারাপারের সেতুর কাজ চলছে। আর এর জেরেই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট তৈরি হচ্ছে ২ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়েতে। যানজট কী কমবে? এই বিষয়ে স্বস্তির কোনো বার্তা দেয়নি নবান্ন।

READ MORE:  Post Office Scheme: প্রতিমাসে পাবেন ২০ হাজার টাকা, দেরি না করে আজই আবেদন করুন পোস্ট অফিসে

এই বিষয়ে নবান্ন সূত্রে খবর, এখনই এই দুর্ভোগ কাটার কোনও সম্ভাবনা নেই। কারণ, এনএইচএআই-এর এই কাজ আরও দু’মাস চলবে। ফলে ডানকুনি থেকে কলকাতাগামী রাস্তা কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপাতত এই দুর্ভোগ সহ্য করতে হবে নিত্য মানুষকে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.