লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েও কোন সিদ্ধান্ত নেই, হতাশ সরকারি কর্মীরা

Published on:

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে আসা থাকলেও এবার সেই আশা প্রায় শূন্য হয়ে গেল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাম্প্রতিক একটি মন্তব্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা আরও দ্বিগুণ করে তুলেছে।

ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েও কোন সিদ্ধান্ত নেই

বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশের আর্থিক পরিস্থিতি চরম সংকটের মধ্য দিয়ে চলছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মহম্মদ মোখলেস উর রহমান ঘোষণা করেছিলেন যে, আগামী জুন মাসের মধ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। তিনি আরো জানিয়েছিলেন, এই বৃদ্ধি পরবর্তী ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।

READ MORE:  ৩০ টাকায় ১ কোটি টাকার লটারি! প্রতারণা করে সেই টাকা হাতিয়ে নিল আপন বন্ধু

এই খবর শুনে সরকারি কর্মচারীরা বেশ খুশি হয়েছিলেন। তবে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ডিএ বৃদ্ধি নিয়ে এখনো কোনো রকম সিদ্ধান্ত সরকারি মহলে গ্রহণ করা হয়নি।

কর্মীদের হতাশা

অর্থ উপদেষ্টা মন্ত্রীর এই মন্তব্যের পরে সরকারি কর্মীদের মধ্যে নানা রকম হতাশা ছড়িয়ে পড়েছে। অনেক সরকারি কর্মী মনে করছেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি ছিল, যা বাস্তবে কোনদিন হবে না। সরকারি কর্মীরা বহুদিন ধরেই ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। তবে আর্থিক সংকটের কারণে আপাতত এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

READ MORE:  Pan Aadhaar Link: PAN-আধার লিঙ্কিং নিয়ে জারি নয়া আদেশ, তড়িঘড়ি মিটিয়ে নিন কাজ | New Notice

দেশের আর্থিক অবস্থা

অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আর্থিক অবস্থা পুনরায় ফেরানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে সব ক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে না। 

তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য নির্দিষ্ট কোন পরিকল্পনা গ্রহণ করতে পারে। সংস্কারের যে ধারা শুরু হয়েছে সেটি আগামী দিনেও বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সরকারি কর্মীদের প্রতিক্রিয়া

সরকারি কর্মীদের মধ্যে এই নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে তারা ডিএ বৃদ্ধি নিয়ে আশায় বসেছিলেন। অন্যদিকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা ভেবে তাদের মধ্যে শুধু হতাশা দেখা যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের উপর সরকারি কর্মীদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে ছিল। তাই তারা চাইছেন দ্রুত ডিএ বৃদ্ধি করা হোক।

READ MORE:  Business Idea: সব ঘরেই প্রয়োজন, আয়ও ভালো! এই ব্যবসা শুরু করলে চিন্তা করতে হবে না আজীবন | Start Atta Chakki Business Your Income Will Grow

ডিএ বৃদ্ধি নিয়ে এখনই কোনরকম সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা মন্ত্রক। তবে সরকারি কর্মীদের আশা যে একেবারে শেষ হয়নি তা স্পষ্ট। এই পরিস্থিতিতে কর্মচারীদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আর কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই এখন দেখার।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.