ডিজিটাল ইন্ডিয়ার যাত্রা এবার আরো গতিশীল হতে চলেছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI আমাদের দৈনন্দিন জীবনে যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই পেমেন্ট সিস্টেমকে বড়সড় পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নয়া অভিজ্ঞতা সৃষ্টি করবে।
RBI-এর নতুন ঘোষণা
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তি থেকে ব্যবসায়ী বা ব্যবসায়ী থেকে ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে এবার ইউপিআই লেনদেন সীমা নির্ধারণের অধিকার থাকবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা NPCI এর হাতে।
কেন এরকম সিদ্ধান্ত?
বর্তমান সময়ে ইউপিআই এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। আর P2M লেনদেনের ক্ষেত্রে সেই সীমা ২ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে যেমন হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত জায়গায় ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেতে পারে।
তবে এই সীমা সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংক বাড়াতে চাইছে। আর সেই কারণেই ইউপিআই সীমা নির্ধারণের ক্ষমতা NPCI এর হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আরো সহজ সরল এবং বাস্তবভিত্তিক লেনদেন কাঠামো তৈরি করা যায়।
ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনে পরিবর্তন আসছে?
RBI এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এর সীমা এখনো ১ লক্ষ টাকায় রাখা হচ্ছে। অর্থাৎ, এই সীমার কোনরকম পরিবর্তন আনা হচ্ছে না।
সাধারণ মানুষের জন্য কতটা উপকারী হবে এই পরিবর্তন?
ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে ব্যবসায়িক লেনদেন আরো অনেক সহজ ও গতিশীল হয়ে উঠবে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্ম, বড় ট্রানজেকশনভিত্তিক ব্যবসা, এমনকি হাসপাতাল বা স্কুলের পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই ব্যবহারের ঝোঁক আরো বাড়বে।
একদিকে যেমন আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, তেমনি ক্যাশলেস লেনদেন বাড়বে। এবার লোনগ্রহীতাদের জন্য রেপো রেট কমানোর সিদ্ধান্ত বর্তমানে আর্থিক চাপের কিছুটা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে।