লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ডিসপ্লে-ক্যামেরায় সেরা, বাজারে ঝড় তুলতে আসছে Poco F7 Pro ও F7 Ultra স্মার্টফোন

Updated on:

Poco F সিরিজ শীঘ্রই তিনটি নতুন মডেলের সঙ্গে বিশ্ববাজারে লঞ্চ হচ্ছে। Poco F7 ফোনটির ভারতে আসা নিশ্চিত হলেও Poco F7 Pro এবং Poco F7 Ultra এদেশে উপলব্ধ হওয়ার সম্ভাবনা কম। উল্লেখ্য, গত বছর, Poco F6 সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল। যার ফলে নতুন প্রজন্মের মডেলগুলির জন্য প্রত্যাশা তুঙ্গে। এই লাইনআপে ব্যাপক আপগ্রেড থাকবে বলে শোনা যাচ্ছে।

READ MORE:  সস্তায় সেরা ফিচার্স, নামিদামী ফোনকে প্যাঁচে ফেলতে রাজকীয় এন্ট্রি নিচ্ছে Poco F7 Pro

Poco F7 Pro এবং Poco F7 Ultra ফোন দুটির ফিচার্সের সঙ্গে চীনের Redmi K80 ও Redmi K80 Pro-র মিল থাকতে পারে। পোকোর এই নতুন প্রজন্মের ফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে চলেছে। অর্থাৎ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের দিক থেকে হতাশ হবেন না ক্রেতারা।

Pro মডেলটিতে Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকতে পারে, যেখানে Ultra ভার্সনে Snapdragon 8 Elite চিপসেট থাকবে বলে আশা করা যায়। চিপটি ১৬ জিবি র‍্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। Poco F7 Pro-এ ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। অন্যদিকে, Poco F7 Ultra ফোনটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা অফার করতে পারে। ফ্রন্ট-ফেসিং ক্যামেরাটি ২০ মেগাপিক্সেল হওয়ার সম্ভাবনা।

READ MORE:  Flipkart Big Bachat Days Sale: ১১ হাজার দাম কমলো জবরদস্ত ফিচারের Moto Edge 50 Pro ফোনের, নতুন ডিভাইস আসতেই সুখবর | Moto Edge 50 Pro Discount

Pro ও Ultra দুই ফোনে যথাক্রমে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে। সঙ্গে ওয়্যারলেস চার্জিং ফিচারও পাওয়া যাবে। F7 Pro ও F7 Ultra চলতি বছরের প্রথমার্ধে গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Honor 200 5G Price: 50MP ফ্রন্ট ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং যুক্ত ফোনে 16,000 টাকা ছাড়, কোথা থেকে কিনবেন দেখুন | Honor 200 5G Discount on Amazon India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.