ডেকে নিয়ে যাওয়া হয়েছিল টিভি শো’তে! সেখানেই লাঠিপেটা আইআইটি বাবাকে, বসলেন ধর্ণায়

চলতি বছরের মহাকুম্ভ ছিল ভীষণ রকমেরই ঘটনা বহুল। দুর্ঘটনা, মৃত্যু এসবের পাশাপাশি এই বছরের মহাকুম্ভে (Mahakumbh) মানুষের ভাইরাল হওয়ার সংখ্যাও নেহাত কম ছিল না। আইআইটি বাবা (IIT Baba) , মোনালিসা কত ভাইরাল মুখ। ১৪৪ বছর পর আসা মহাকুম্ভ কত কিছুই না দিয়ে গেল।

মহাকুম্ভের শুরুর দিকে এক ভাইরাল হন আইআইটি বোম্বের এরোস্পেস ইঞ্জিনিয়ার অভয় সিং। যিনি পরিচিতি পান আইআইটি বাবা হিসেবে। পড়াশুনা এত ভালো একজন মানুষ সন্ন্যাস নিয়ে সন্ন্যাসী হয়েছেন দেখে বিগলিত হয়ে পড়ে নেটপাড়া। আর আজকালকার ইউটিউব, সোশ্যাল মিডিয়ার জামানায় রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তিনি।

READ MORE:  শাশুড়ি জামাইয়ের সম্পর্ক দেখে ঘাম ছুটবে আপনার, উল্লুতে এলো জয়শ্রী গায়কোয়াড়ের নতুন ওয়েব সিরিজ (Updated Web Series)

সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার থেকে ইউটিউবারদের ভিড় লেগেছিল অভয় সিংকে ঘিরে। যদিও মহাকুম্ভ চলাকালীন হঠাৎ করেই বেপাত্তা হয়ে যান তিনি। এরপর তার সাক্ষাৎ মেলে ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ বাণী করার সময়। বেফাঁস মন্তব্য করে বলেন পাকিস্তান জিতবে ভারত হারবে।

আর ব্যাস তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে নেট পাড়া। অবশ্য তার ভবিষ্যৎ বাণী বিফল করে পাকিস্তানকে দুরমুশ করে ম্যাচ জিতে যায় ভারত। এরপর ক্ষমা চান আইআইটি বাবা। আর এবার তাকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে কিছু গেরুয়াধারীর বিরুদ্ধে।

READ MORE:  গুরুতর অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! খবর ছড়িয়ে পড়তে কি জানালেন ছেলে প্রসেনজিৎ?

ঘটনা কী? ভাইরাল বাবা দাবি করেছেন, শুক্রবার অর্থাৎ গতকাল ২৮শে ফেব্রুয়ারি নয়ডায় একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে তাকে ডেকেছিল। সেখানেই বিতর্ক চলাকালীন তার সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করার অভিযোগ করেছেন তিনি। ভাইরাল বাবার অভিযোগ শো চলাকালীন কিছু গেরুয়া পোশাকধারী ব্যক্তি নিউজরুমে এসে তাকে গালিগালাজ করে লাঠির বাড়ি মারে।

উল্লেখ্য, এমনকি তাকে জোর করে আটকে রাখার অভিযোগও তিনি করেছেন। এই ঘটনার পর পুলিশে অভিযোগ করেন তিনি। শুধু সেখানেই ক্ষান্ত হননি, নয়ডার ১২৬ নম্বর সেক্টরে পুলিশ ফাঁড়ির বাইরে ধর্নায় বসে পড়েন । এর পর পুলিশ তাকে বোঝালে তিনি বিক্ষোভ প্রত্যাহার করে নেন।

READ MORE:  দ্বিতীয় রবিবারেও দুর্দান্ত পারফর্ম করলো Avatar 2, কত টাকার ব্যবসা করল ছবিটি?
Scroll to Top