লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ড্রোন থেকে মিসাইল সব হবে ভস্ম! ভারতের হাতে ‘স্টার ওয়ার্স’র অস্ত্র! কামাল করল DRDO

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ যেন কল্পবিজ্ঞানের বাস্তব রূপ! সিনেমার পর্দায় ঠাঁই পাওয়া কাল্পনিক অস্ত্র তৈরি করে ফেলল ভারত (DRDO)। সাধারণত বিদেশী সিনেমার যোদ্ধারা নিজস্ব অস্ত্র দিয়ে শত্রুদের যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন মিসাইল সবই নিমেষে গুঁড়িয়ে দেয়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সুপারস্টারের সেই অস্ত্রে রয়েছে অফুরন্ত আলোক রশ্মি। আর সেই লেজার লাইট দিয়েই চোখের পলকে শত্রুর বিমান ও মিসাইল গুলিকে টুকরো টুকরো করে দেন তিনি। সম্প্রতি তেমন শক্তিঘর অস্ত্রই তৈরি করে ফেলেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO।

READ MORE:  Team India: সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারত, নতি স্বীকার ট্র্যাভিস হেডের | India Is The Most Powerful Cricket Team In White Ball Format

শত্রুর যুদ্ধ যান থেকে শুরু করে বিধ্বংসী মিসাইল, কিছুই টিকবে না এই লেজার অস্ত্রের সামনে। সূত্রের খবর, ইতিমধ্যেই অস্ত্রটির ট্রায়াল প্রক্রিয়া শেষ হয়েছে। এবং সেই কঠিন পরীক্ষায় সফল হয়েছে ভারতীয় লেজার ওয়েপন সিস্টেম।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শক্তিশালী লেজার ওয়েপন পেল ভারত

গতকাল অর্থাৎ রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে সদ্য নির্মিত 30 কিলোওয়াট ক্ষমতার লেজার অস্ত্রটির ট্রায়াল রান করায় ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা। সূত্রের খবর, ভারতীয় প্রতিরক্ষার অন্যতম শিরদাঁড়া হতে চলেছে এই অস্ত্র। যা দীর্ঘ প্রক্রিয়া শেষে সফল হয়েছে।

অবশ্যই পড়ুন: সুপার কাপের আগে শত্রুপক্ষকে গুঁড়িয়ে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল

লেজার অস্ত্রটির ক্ষমতা

DRDO জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম লেজার অস্ত্র বলা ভাল, MK-II(A) DEW সিস্টেমটি তার রেঞ্জের মধ্যে থাকা দূরের ড্রোন মিসাইল ও আকাশ যুদ্ধযান গুলিকে প্রতিহত করার পাশাপাশি সেগুলিকে গুঁড়িয়ে মাটিতে নামিয়ে আনতে পারে। সূত্রের খবর, এই লেজার সিস্টেমটি 5 কিলোমিটারের মধ্যে থাকা যেকোনও হেলিকপ্টার বা স্বল্প শক্তির ফাইটার জেটকে নিমেষে ধ্বংস করতে পারবে। বিজ্ঞানীদের দাবি, ভারতের নতুন প্রজন্মের রক্ষক এই লেজার সিস্টেমটি স্থল ও জল দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

READ MORE:  রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাসের ঘোষণা, সুবিধা পাবেন পেনশনভোগীরাও

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.