ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা! বজ্র বিদ্যুৎসহ প্রবল ঝড়, বৃষ্টি হতে চলেছে একাধিক রাজ্যে! কী অবস্থা হবে বাংলার?
এই সবে মাত্র অসময়ের ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির সম্মুখীন হয়েছিল বাংলা। আর এরইমাঝে এবার ঢুকতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে ক্রমশ ঢুকতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। জানা গেছে, এই ঝঞ্ঝা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে যাচ্ছে।
দক্ষিণ তামিলনাড়ুর উপকূল, দক্ষিণ আন্দামান সাগর এলাকা এই বৃষ্টির প্রভাবে টালমাটাল হবে। বৃষ্টির সঙ্গে অত্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে যে কারণে সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত শুরু হবে। সঙ্গে ঝড়। এই মুহূর্তে আবহাওয়া দারুণ পরিবর্তনশীল। সকাল, সন্ধ্যায় শীত। বেলার দিকে বাড়ছে তাপমাত্রা। লাগছে গরম। আবহাওয়া দফতরের তরফে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৪ থেকে ২৬শে ফেব্রুয়ারি দিল্লি-এনসিআর, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং পাঞ্জাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও আবহাওয়া দফতরের তরফে মেঘালয়, নাগাল্যান্ড, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ, সিকিম, মিজোরাম এবং অসমে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতও হতে পারে। বাংলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই কলকাতার তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.