তপ্ত রোদে ঝলসাবে বাংলা! সপ্তাহ শেষে শুরু হবে তীব্র দাবদাহ, কেমন থাকবে আবহাওয়া?
প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহ শুরু হতে চলেছে দ্বিতীয় সপ্তাহের। ঠান্ডা গরম মেশানো এক অদ্ভুত অনুভূতি এখন। সকালের দিকে বেশ ঠান্ডা। বেলা বাড়তেই বাড়ছে গরমের তীব্রতা। আবার রাতের দিকে বেশ ঠাণ্ডার অনুভূতি।
তবে চলতি সপ্তাহের শেষের দিকে শুরু হতে চলেছে তীব্রতা দাবদাহ। এক ধাক্কায় বেশ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গরমের। আলিপুর হাওয়া অফিসের তরফে খবর আগামী ১০ই মার্চ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশই উর্ধ্বমুখী হবে।
খাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়াবে ৩৪-৩৫ ডিগ্রি। কলকাতার থেকে অবস্থা খারাপ হবে জেলাতে। সেখানে তাপমাত্রা বেড়ে গিয়ে হবে ৩৭-৩৮ ডিগ্রি। সেলসিয়াস। অর্থাৎ বলাই যায় ১০ই পর থেকে বেশ ভালো রকমের গরম পড়ে যাবে দক্ষিণ বঙ্গে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ গরমে ঝলসালেও ভিজবে উত্তরবঙ্গ।এই সময় দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে যখন দক্ষিণ বঙ্গে তীব্র গরম পড়বে তখন উত্তরবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। রবিবার পর্যন্ত এইরকম আবহাওয়া চলবে। হাওয়া অফিসের তরফে খবর, শনিবার বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হবে।
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
মোটোরোলা আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
This website uses cookies.