‘তোমরা আসো গো দেখিয়া’ গানে অসাধারণ অঙ্গভঙ্গি, দুই বোনের নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইন্টারনেটের জগতে আজকাল প্রত্যেকেই ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। ছেলে থেকে বুড়োর হাতেও শোভা পাচ্ছে স্মার্ট ফোন। শুধু তাই নয়, হাই-স্পিড ইন্টারনেট কানেকশনের জন্য না চাইতেও ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় অতিবাহিত করছেন অনেকেই। আর এই সুযোগের সদ্ব্যবহার করে অনেকেই অর্থ উপার্জনের সেরা রাস্তা হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। বর্তমানে শুধু সংবাদ শিরোনামে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাই থাকছেন না। বরং নিজেদের কর্মকান্ডের জন্য অনেক সাধারন মানুষ উঠে আসছেন শিরোনামের পাতায়।

READ MORE:  স্বামী-সন্তানকে নিয়ে মহাকুম্ভে পুণ্যস্নান 'অনুপমা'র, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন রূপালি?

মিডিয়াপাড়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে বলিউড বা টলিউড অভিনেতা-অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। গ্রামের সাধারণ মানুষও কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে ইন্টারনেটে। তবে তার জন্য সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের প্রয়োজন। সম্প্রতি ইউটিউবে কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে দুই বোনকে অসাধারণ অঙ্গভঙ্গিমায় নাচ করতে দেখা যাচ্ছে।

READ MORE:  "বয়কট দিদি নম্বর-১" স্লোগানে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, সমালোচনার মুখে পড়ে কি বললেন রচনা?

ভিডিওটি Bingo_Kinjori নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিরাচরিত বাঙালি গৃহবধূর ন্যায় লাল পেড়ে সাদা শাড়িতে অসাধারণ অঙ্গ ভঙ্গিমায় ডান্স করছে দুই বোন। জনপ্রিয় বাংলা সংগীত ‘তোমরা আসো গো দেখিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া…’-তে দুই বোনের দৃষ্টিনন্দন নাচ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। অনুষ্কা ঘোষ এবং অনুষ্কা ঘোষ জনপ্রিয় এই গানে মনমুগ্ধকর নিত্য পরিবেশনা করেছেন। উল্লেখ্য, ভিডিওটি ইউটিউব পাড়ায় শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২.৫ লাখের বেশি মানুষ উপভোগ করেছেন।

READ MORE:  'উল্লু'-তে রিলিজ হল সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, মজা পেতে চাইলে একা দেখুন

Scroll to Top