সহেলি সাঁতরা, কলকাতাঃ গরমে নাজেহাল অবস্থা থেকে একটু রেহাই পাওয়ার জন্য মনটা পাহাড় পাহাড় করে বৈকি। ইতিমধ্যে আপনার চেনা পরিচিত অনেকেই হয়তো ঘুরতে চলে গিয়েছেন। ফেসবুক হোয়াটসঅ্যাপে বাকিদের ঘুরতে যাওয়ার ছবি দেখে আপনার মনটাও নিশ্চই উশখুশ করতে শুরু করেছেন। কিন্তু কোথায় কোথায় ঘুরবেন, কী খাবেন, খরচ কেমন হবে ইত্যাদি ব্যাপারে ধারণা না থাকায় হয়তো ঠিক সাহস করে বেরোতে পারছেন না। সাধারণ মানুষের এই সমস্যা দুর করার জন্য দারুণ একটা প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি (IRCTC)।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
IRCTC-র সঙ্গে ঘুরে আসুন পাহাড়
উত্তরবঙ্গ এবং সিকিম অবশ্যই আমাদের প্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি। উত্তরবঙ্গ এবং সিকিমে পাহাড়, চা বাগান, বন এবং নদী রয়েছে। এই জায়গাগুলি অসীম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আইআরসিটিসি-র তরফে আপনাকে উত্তরবঙ্গ এবং সিকিমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই গরমে একটু ঠান্ডার আবহাওয়ার মজা নিতে কে না চায়, আপনিও চাইছেন নিশ্চয়ই? সেজন্য আপনার জন্য দুর্দান্ত ভ্রমণ প্যাকেজ আনা হয়েছে। আপনাকে একই প্যাকেজে ঘুরিয়ে আনা হবে দার্জিলিং, সিকিম ও কালিম্পং (IRCTC Sikkim Tour Package)।
প্যাকেজের নাম কী?
এবার আসা যাক প্যাকেজের নাম প্রসঙ্গে। এই প্যাকেজের নাম হল LTC SIKKIM AIR PACKAGE। আইআরসিটিসি আপনাকে নিরাপদে, কোনো ঝঞ্ঝাট ছাড়া পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। থাকা খাওয়া নিয়ে চিন্তা থাকবে না, ব্যবস্থা সব ওরাই করবে। সকাল বিকেল দুপুর, তিনবেলা খবর ব্যবস্থা করবে আইআরসিটিসি। উপরন্তু থাকবে বীমার ব্যবস্থা। এই ট্যুরের আওতায় আপনাকে ৫ রাত ৬ দিনের জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
প্যাকেজের খরচ কত?
তবে এটা রেল প্যাকেজ নয়। আপনাকে নিয়ে যাওয়া হবে প্লেনে। তাই খরচ কিছুটা বেশি পড়বে, সেই সঙ্গে আরাম, ভিউ ইত্যাদিও আরো দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন। যদি দুজন এক সঙ্গে ভ্রমণ করতে চান, তাহলে প্রতি জন ভাড়া হিসেবে ৫০,৯৫০ টাকা দিতে হবে। তিনজন যদি এক সঙ্গে ভ্রমণ করেন তাহলে জনপ্রতি ভাড়া ৪১,৩৫০ টাকা। এই ট্যুর সম্পর্কিত আরও তথ্য পাওয়ার জন্য নীচে দেওয়া এই লিঙ্কটি একবার খুলে দেখতে পারেন ।