দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, আচমকাই বদলালো আবহাওয়া!
রবিবার বিকেলে আচমকাই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভ্যাপসা গরম সরিয়ে ঝড়-বজ্রপাতের সঙ্গে শুরু হলো বৃষ্টি। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, বইছে দমকা হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি কিছু সময় স্থায়ী হতে পারে, যা বাংলার মানুষকে সাময়িক স্বস্তি দেবে।
আবহাওয়া দফতরের মতে, **হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানেও ঝড়-বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার আকাশও মেঘাচ্ছন্ন—যে কোনো মুহূর্তে সেখানে বৃষ্টি হতে পারে।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের দাপট আরও বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ দিন দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বেশিরভাগ এলাকায় তীব্র গরম অনুভূত হবে।
এখন দেখার, এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও গরমের দাপট কতদিন পর্যন্ত বজায় থাকে।
প্রীতি পোদ্দার, কলকাতা: স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম হল ভারতীয় রেল।…
ভারতের অর্থনৈতিক উন্নতির পথে আরো একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারীকরণ…
Samsung Galaxy S25 Edge আগামী ১৬ এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে, আর এর সেল শুরু…
আমরা অনেকেই লক্ষ্য করেছি, দিনের তুলনায় রাতে ট্রেন অনেক দ্রুত ছুটতে থাকে। বিশেষত, যদি কোনও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম অর্থ সঙ্কটে ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র মলদ্বীপ (Maldives)! সূত্রের খবর, দীপ…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি সিভিল সার্ভিস কমিশনের আওতায় উচ্চ পদে চাকরি খুঁজছেন? তাহলে…
This website uses cookies.