দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া
কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তি মিলতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরমের দাপট থেকে মিলবে স্বস্তি।
আজ সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
ঝড়-বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
দার্জিলিং, কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।
শুধু পশ্চিমবঙ্গ নয়, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার মতো উত্তর-পূর্ব রাজ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৮ মার্চ পর্যন্ত।
উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমেও দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে।
আসাম, হরিয়ানা ও মধ্যপ্রদেশের উপর তিনটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।
মধ্যপ্রদেশ থেকে মারাঠাওয়াড়া ও কর্ণাটক-তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা।
১৯ মার্চ নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
এর ফলে দেশের বিভিন্ন অংশে দফায় দফায় আবহাওয়ার পরিবর্তন ঘটছে।
বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
ঝড়-বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকুন এবং বজ্রপাত থেকে সতর্ক থাকুন।
গরমের দাপট কমলেও, আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে সতর্ক থাকা জরুরি!
রিয়েলমি বর্তমানে P3 5G এবং P3 Ultra ভারতে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। স্মার্টফোন দুটি…
সদ্য বাজারে এসেছে নতুন মোটরসাইকেল Honda Shine 100। তবে বাইকটি একেবারে নতুন বললে ভুল হবে,…
শ্বেতা মিত্র, কলকাতা: এবার সংসদে উঠল বাংলার জমি জট প্রসঙ্গ। আর এই বিষয়টি উঠতেই তুমুল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী শনিবার মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR…
ভারতের ডিজিটাল লেনদেনের হার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক জালিয়াতিও (Bank Fraud) ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক…
চীনে উপলব্ধ রিয়েলমির বহু ফোন অন্য দেশগুলিতে রিব্র্যান্ডেড হয়ে অর্থাৎ নাম বদলে বিক্রি হয়। যেমন…
This website uses cookies.