লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই

Updated on:

Vivo ইতিমধ্যেই X200 সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে – X200 , X200 Pro, এবং X200 Pro Mini। তবে এখানেই শেষ নয়, এই লাইনআপে আরও তিনটি মডেল আসছে বলে দাবি করা হয়েছে। আসন্ন ফোনগুলি হল X200s , X200s Pro, ও X200 Ultra। Vivo X200s এবং X200s Pro অনেকটা স্ট্যান্ডার্ড মডেলের মতো হলেও প্রসেসর বিভাগে পরিবর্তন দেখা যেতে পারে।

READ MORE:  সামনে এবং পিছন দুটোই ৫০ মেগাপিক্সেল, তুখোড় ক্যামেরা সহ আসছে ভিভো ভি৫০ই

Vivo X200s সিরিজের দুই মডেলে Dimensity 9400 চিপসেট ব্যবহার হতে পারে। আনঅফিসিয়াল এই প্রসেসর X200 সিরিজে উপলব্ধ Dimensity 9400 চিপের আপগ্রেড সংস্করণ হবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোর এক পোস্টে দাবি করা হয়েছে যে X200 ফোনটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ওয়্যারলেস চার্জিং ফিচার্স থাকবে।

এখানেই শেষ নয়, ওই সূত্রের দাবি, ভিভো ইতিমধ্যেই X200 Pro Mini-র উত্তরসূরী মডেলের ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে। তবে এটি এখনও প্রোটোটাইপ অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। ভিভো তাদের লাইনআপে ফোনটিকে কীভাবে জায়গা দেয় সেটা এখনও অস্পষ্ট।

READ MORE:  Vivo Y19 5G AI Feature: বাজেটের মধ্যে চমৎকার ফিচার, ভারতে আসছে AI ফিচার সমৃদ্ধ Vivo Y19 5G স্মার্টফোন | Vivo Y19 5G Listed India Official Website

প্রসঙ্গত, Vivo তাদের X200s সিরিজ বা Ultra মডেল কবে লঞ্চ করবে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আগের মডেলটি গত বছর X100 Ultra-র সঙ্গে লঞ্চ হয়েছিল। তাই চলতি বছরেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আশা করা যায়। লঞ্চের সময় যত এগিয়ে আসবে একে একে স্পেসিফিকেশনগুলি ফাঁস হতে শুরু করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Vivo V50: ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স | Vivo V50 Launch Date

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.