লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দলে ফিরছেন কোহলি? বাদ তাবড় তারকা! দেখে নিন ভারতের আজকের সম্ভাব্য একাদশ

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই নাগপুরের জয়ী দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে কটকের ময়দানে নামবে। এই ম্যাচে বিরাট কোহলির(Virat Kohli) দলে ফেরার তীব্র সম্ভাবনা রয়েছে। রিপোর্ট বলছে, খেলোয়াড় যদি ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট হয়ে যান সে ক্ষেত্রে তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা যথেষ্ট চাপের হবে টিম ম্যানেজমেন্টের পক্ষে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে আক্রমণ শনাতে হলে ওডিআই ম্যাচে কোহলির জোরালো অনুশীলন প্রয়োজন। কেননা, এমনিতেই দুর্বল ফর্ম নিয়ে ধুঁকছেন বিরাট। তাই আজকের ম্যাচে তাঁর খেলাটা একপ্রকার আবশ্যিক। আর সেই সূত্র ধরেই প্রশ্ন উঠছে, কোহলি যদি মাঠে ফেরেন তবে কার বিকল্পে? অর্থাৎ কিং কোহলির আগমনে কটকের মাঠ থেকে বাদ পড়বেন কোন ভারতীয়?

READ MORE:  Virat Kohli: ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস লিখলেন বিরাট! | Virat Sets Fastest 13 Thousand Runs In T20

বাদ পড়তে পারেন জয়সওয়াল!

শেষ পর্যন্ত শারীরিক জটিলতা কাটিয়ে যদি মাঠে নামার জন্য কোহলির প্রস্তুতি শেষ হয় সেক্ষেত্রে গত ম্যাচের নায়ক শুভমন গিলকে ওপেনিং করতে নামিয়ে যশস্বী জসওয়ালকে বিশ্রামে পাঠাতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। মনে করা হচ্ছে বর্তমানে প্রথম ওয়ানডের নিরিখে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্বল ফর্ম রয়েছে যশস্বীর তাই তাঁকে বসানো হলে 3 নম্বরে কোহলির জায়গা হতে পারে।

জয়সওয়ালকেই কেন বাদ দেবে দল?

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, কোহলির জায়গা করতে হলে গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রান পাননি এমন খেলোয়াড়কেই বিশ্রামে রেখে জায়গা করবে ম্যানেজমেন্ট। স্বভাবতই প্রশ্ন ওঠে, রানের নিরিখে প্রথম ওয়ানডেতে 2 রানেই থেমে গিয়েছিল কে এল রাহুলের গতি। তাহলে কেন তাকে বাদ দিয়ে বিরাটকে নামবে না ম্যানেজমেন্ট?

READ MORE:  Champions Trophy: চ্যাম্পিয়নস ট্রফিতে বিরাট রেকর্ড ভারতের! আজ পর্যন্ত এই ৫ দলের কাছে হারেনি মেন ইন ব্লু | Team India's Champions Trophy Track Record

সেক্ষেত্রে বলে রাখি, লোকেশ রাহুল যেহেতু নাগপুরে সেভাবে রান পাননি হঠাৎ করেই তাকে বসিয়ে দেওয়া কঠিন হবে। তবে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জিতে দল জয় সুনিশ্চিত করতে পারলে, তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডেতে কাটাছেঁড়া হতে পারে।

বোলিং লাইনআপে কোনও বদল আনছে ভারত?

এখনও পর্যন্ত যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং লাইনআপে বিশেষ রদবদল করবে না ভারত। মূলত 3 পিনার কি দলে রেখেই ঘুঁটি সাজাতে পারে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে নাগপুরের মতোই কঠকের মাঠে নামানো হতে পারে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে।

READ MORE:  India Vs Pakistan: পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়ার দুজন বাদ, এন্ট্রি নেবেন বাবরদের যম! দেখুন সম্ভাব্য একাদশ | Team India's Possible XI Vs Pakistan

অন্যদিকে পেস বিভাগে আজ দলকে নেতৃত্ব দিতে পারেন মহম্মদ শামি ও হর্ষিত রানা। তবে সেখানেও খানিকটা জটিলতা তৈরি হতে পারে। অনেকেই মনে করছেন আর্শদীপ সিংকে যাচাই করার ইচ্ছে থাকলে নবাগত রানাকে বসিয়ে তাকে মাঠে নামাতে পারে ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ৪৫ দিনের প্ল্যানে ধামাকা BSNL-র! চাপে Jio, Airtel

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল/ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা/আর্শদীপ সিং।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.