দশ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র্যাম, Redmi, Samsung ফোনের লিস্ট দেখুন
আপনি যদি বাজেট সেগমেন্টে লেটেস্ট 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ২০২৫ সালে লঞ্চ হওয়া ফোনগুলির বিষয়ে বলবো। এই ডিভাইসগুলির দাম ১০,০০০ টাকার কম। আর স্যামসাং, রেডমি এবং পোকোর মতো ব্র্যান্ডের স্মার্টফোন এই রেঞ্জে উপলব্ধ আছে। প্রতিবেদনে উল্লেখিত সমস্ত ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিবি পর্যন্ত র্যাম আছে।
Samsung Galaxy F06 5G
এটি স্যামসাংয়ের অন্যতম সস্তা 5G স্মার্টফোন। এটি চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ০৬ মডেলে আছে ১২টি ৫জি ব্যান্ড। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত। এতে ডুয়াল ক্যামেরা সেটআপে উপস্থিত, যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর দাম ৯,৯৯৯ টাকা, এবং অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট দিয়ে পেমেন্টে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় দেওয়া হবে।
Redmi 14C 5G
রেডমি সি সিরিজের স্মার্টফোনগুলি, পারফরম্যান্স, ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত। Redmi 14C 5G মডেলে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর এবং ৪ জিবি ভার্চুয়াল র্যাম সহ ৮ জিবি ফিজিক্যাল র্যাম দেওয়া হয়েছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, দ্রুত চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। অ্যামাজনে এই ফোনটি বিক্রি হচ্ছে ৯,৯৯৯ টাকায়।
Poco M7 5G
এটি একটি নতুন বাজেট স্মার্টফোন। Poco M7 ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট এবং ১২ জিবি র্যাম সহ এসেছে। ছবি এবং ভিডিওর জন্য এতে Sony IMX852 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর প্রথম সেল ৭ মার্চ এবং দাম ৯,৯৯৯ টাকা।
শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই বড় রকমের সাফল্য পেল ইসরো (ISRO)। এখন সেইদিন হয়তো…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আপনি যদি শিক্ষকতা বা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার গড়তে চান তাহলে…
কখনও কখনও, ধনসম্পদ সোনা বা গয়না হয় না। চণ্ডীগড়ের বাসিন্দা রতন ধিলনের জন্য, এই ধনসম্পদ…
আইফোন এবং অ্যান্ড্রয়েড, উভয় ব্যবহারকারীদেরই সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।…
প্রীতি পোদ্দার, কলকাতা: আজ দোল উৎসবে। আকাশে বাতাসে আজ রঙিন আহ্লাদের আবহাওয়া। কিন্তু এর মাঝেই…
কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য দারুণ সুখবর। ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে ইউনিফায়েড…
This website uses cookies.