দামি ফোল্ডেবল ফোন এবার মিলবে সস্তায়, বড় চমক আনতে চলেছে Samsung
Samsung Galaxy FE সিরিজ সাধারণত বাজেট ফ্রেন্ডলি দামে বাজারে আসে। ফ্ল্যাগশিপ ফোনগুলির বিকল্প হিসাবে পরিচিত এই সিরিজ। অপেক্ষাকৃত কম দামে উন্নত ফিচার্স অফার করার জন্য বেশ জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এবার সাশ্রয়ী মূল্যের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি Samsung Galaxy Z Flip FE নামে লঞ্চ হতে পারে। এখন ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এটি Galaxy Z Flip 6- এর অনেক বৈশিষ্ট্য ধরে রাখবে বলে দাবি করা হয়েছে।
পান্ডাফ্ল্যাশ নামে একজন টিপস্টার তার এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে বলেছেন, স্যামসাং একটি নতুন ফ্লিপ-সিরিজের প্রোটোটাইপ পরীক্ষা করছে। যার চূড়ান্ত নাম অজানা হলেও এটি গ্যালাক্সি জেড ফ্লিপ এফই হতে পারে বলে বোঝা যাচ্ছে। প্রোটোটাইপ মডেলেও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর মতো একই অতি-পাতলা কাচ (UTG) এবং হিঞ্জ (কব্জা) মেকানিজম রয়েছে।
Galaxy Z Flip FE-তেও ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে থাকতে চলেছে বলে তাঁর দাবি। টেস্ট মডেলটির পিক ব্রাইটনেস পৌঁছতে পারে ২৬০০ নিটে। ভালো ইমেজিং ক্ষমতা প্রদানের জন্য ডিভাইসটিতে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্যামসাং এই প্রোটোটাইপে Snapragon চিপসেটের পরিবর্তে নিজস্ব Exynos প্রসেসর ব্যবহার করছে। ফোনটি আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে তৈরি, যা স্থায়িত্বের প্রতিশ্রুতি দেয়।
স্যামসাং গ্যালাক্সি এফই-র অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকছে ওয়াই-ফাই 6E সাপোর্ট এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। এতে জেড ফ্লিপ ৬-এর মতোই সেলফি ক্যামেরা ও স্পিকার দেখা যাবে। ডিভাইসটি পরীক্ষামূলকভাবে ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনের প্রাথমিক সংস্করণে রান করছে। যদিও কমার্শিয়াল লঞ্চের উদ্দেশ্যেই এই প্রোটোটাইপটি বানানো হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.