লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দাম কমবে বিদেশি বাইকের, বাজেটে আমদানি কর কমিয়ে চমক কেন্দ্রের

Updated on:

দেশে বিক্রি হয় এমন বহু ব্র্যান্ডের বাইক রয়েছে যেগুলি বিদেশ থেকে সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে আসে। যাকে বলা হয় কমপ্লিট বিল্ট ইউনিট (CBU)। আবার কিছু বাইক পুরোটা তৈরি হয়ে না আসলেও, দেশে কিছুটা অ্যাসেম্বেল করা হয়। এগুলিকে বলা হয় সেমি নক ডাউন (SKD)। এই সমস্ত CBU, SKD এবং কমপ্লিট নক ডাউন বা CKD বাইকের উপর যে আমদানি কর আরোপ করা হয় তা কমিয়েছে সরকার।

READ MORE:  2025 KTM 390 Duke Launched: ক্রুজ কন্ট্রোলের সঙ্গে নতুন অবতারে হাজির বাইকপ্রেমীদের নয়নের মণি KTM 390 Duke | 2025 KTM 390 Duke Price

গতকাল, বাজেটে এই ঘোষণা করেছে কেন্দ্র। মূলত, বিদেশি ব্র্যান্ডগুলি যখন বাইরের দেশ থেকে তৈরি হওয়া কোনো বাইক ভারতে হাজির করে, তখন উচ্চ আমদানি শুল্কের কারণে তার দাম বেশি রাখতে বাধ্য হয় কোম্পানিগুলি। তবে এবার মনে করা হচ্ছে, আমদানি শুল্ক কমে যাওয়ার ফলে প্রিমিয়াম বাইকের দামও ধীরে ধীরে নীচে নামতে শুরু করবে।

কত আমদানি শুল্ক কমানো হয়েছে?

১৬০০ সিসি বা তার কম ইঞ্জিন ধারণক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য, CBU-এর উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ৪০% করা হয়েছে। SKD ইউনিটের উপর শুল্ক ২৫% থেকে কমিয়ে ২০% এবং CKD ইউনিটের উপর শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে।

READ MORE:  Yamaha R3 & MT 03: আনন্দে ভাসছে ক্রেতারা, বাইকের দাম পুরো 1 লক্ষ টাকা কমানোর ঘোষণা করল Yamaha | Yamaha R3 & MT 03 Price Drop India

১৬০০ সিসির বেশি ইঞ্জিন ধারণক্ষমতা সম্পন্ন বড় মোটরসাইকেলের ক্ষেত্রে, শুল্ক বেশি কমানো হয়েছে। বাজেট নথি অনুসারে, CBU-এর উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ৩০% করা হয়েছে। যেখানে SKD ইউনিটগুলিতে ২৫% থেকে কমিয়ে ২০% এবং CKD ইউনিটগুলিতে ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে।

অন্যদিকে, গাড়ি এবং অন্যান্য মোটরযানের আমদানির উপর শুল্কও কম করা হয়েছে। তবে তাদের কার্যকর শুল্ক হারে কোনও পরিবর্তন হবে কিনা তা স্পষ্ট নয়। কারণ বাজেট নথিতে এই যানবাহনগুলিতে কৃষি অবকাঠামো ও উন্নয়ন সেস (AIDC) কম্পোনেন্টের সংযোজন দেখানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Hattrick Carnival: সবার জন্য সোনার কয়েন, 65000 টাকা পর্যন্ত ছাড়ে Nissan Magnite গাড়ি, সুযোগ হাতছাড়া করবেন না | Nissan Magnite 2024 Discount

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Leave a Comment