দাম কমলো iPhone, Samsung এবং OnePlus ফোনের, এখানে সবচেয়ে বেশি ফায়দা

আপনি যদি কোনও ফ্ল্যাগশিপ ফোন নিতে চান তাহলে এটাই কেনার সঠিক সময়। iPhone, Samsung এবং OnePlus সহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনে বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। এখানে আমরা সেরা কিছু ডিল সম্পর্কে জানাবো। এখান থেকে সঠিক মডেলটি বেছে নিতে পারেন।

OnePlus 13R

ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোনটি অ্যামাজনে লঞ্চের পর থেকে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। ১৬ জিবি র‌্যামের টপ মডেলটি পাওয়া যাচ্ছে বড় ছাড়ে। এতে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে এসেছে এবং এতে ৫০ মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। লঞ্চের সময় এর দাম ৪৯,৯৯৯ টাকা থাকলেও, এখন এটি ৪৪,৯৯৯ টাকায় অফারে পাওয়া যাচ্ছে।

READ MORE:  Samsung Galaxy A56 A36 Price: ফাঁস হল Samsung Galaxy A56 ও A36 স্মার্টফোনের দাম, সোমবারে লঞ্চ হবে দেশে | Samsung Galaxy A56 A36 March 2 Launch Date

OnePlus 12R

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনটিও অ্যামাজনে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম মডেলটি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। অফারের পর এটা ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। লঞ্চের সময় এর দাম ছিল ৪২,৯৯৯ টাকা। এই ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১০০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi সহ Samsung ফোন, ২০ হাজার টাকার কমে সেরা মোবাইল | 200 Megapixel Camera smartphone Under 20000

Samsung Galaxy S23 Ultra 5G

আপনার যদি ফটোগ্রাফির শখ থাকে তাহলে এই স্যামসাং ফোনটি বেছে নিতে পারেন। লঞ্চের সময়, ডিভাইসটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ছিল ১,২৪,৯৯৯ টাকা, তবে এটি এখন ৭৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই ফোনে রয়েছে ৬.৮১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Apple iPhone 15

Apple এর অফিসিয়াল সাইটে iPhone 15 এর ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা, তবে এটি অ্যামাজনে ৬১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। এক্সচেঞ্জ অফারের সুবিধা গ্রহণ করে দাম আরও কমানো যাবে। এতে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এ১৬ বায়োনিক চিপসেট।

READ MORE:  ১৫ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে Samsung, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার | Galaxy M16 5G Galaxy F16 5G India Launch Date

HONOR 200 5G

এই অনার স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে মাত্র ২৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। লঞ্চের সময়, এই মডেলের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট।

Scroll to Top