দাম শুরু মাত্র ৪৯৯ টাকা থেকে, গমগমে সাউন্ডের স্পিকার ও গেমিং হেডসেট আনল জনপ্রিয় ব্র্যান্ড
Lyne Originals ভারতে লঞ্চ করল নতুন প্রিমিয়াম স্পিকার এবং গেমিং হেডসেট। এরমধ্যে রয়েছে JukeBox স্পিকার সিরিজ এবং Hydro 5 গেমিং হেডসেট। অডিও ডিভাইসগুলি দুর্দান্ত পারফরম্যান্স, আকর্ষণীয় ডিজাইন এবং গমগমে সাউন্ড অফার করবে। বাড়িতে কোনো পার্টি, গেম খেলার সময় বা গান শোনার জন্য, এই নতুন অডিও ডিভাইসগুলি উপযুক্ত। চলুন বিভিন্ন মডেলের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
জুকবক্স ৪ প্রো একটি কমপ্যাক্ট স্পিকার। এর ডিজাইন অনেকটা গাড়ির মতো। এতে ৬ ওয়াট সাউন্ড আউটপুট এবং RGB লাইট পাওয়া যাবে। এতে ইয়ারবাডস সাপোর্ট করে। এর সাথে স্টেরিও সাউন্ডের জন্য দুটি জুকবক্স স্পিকার যুক্ত করা যায়। এর অতিরিক্ত ফিচারগুলির মধ্যে আছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, টাইপ-সি চার্জিং পোর্ট এবং ৬ ঘন্টা ব্যাটারি লাইফ।
যারা দুর্দান্ত সাউন্ড পারফরম্যান্স এবং বহনযোগ্যতা স্পিকার চান তাদের জন্য জুকবক্স ২ প্রো উপযুক্ত হবে। এতে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাউন্ডের জন্য আছে ৫২ মিমি ড্রাইভার। এতেও ইয়ারবাডস সাপোর্ট করে। ফোন ধরার জন্যও অপশন দেওয়া আছে।
জুকবক্স ২১ স্পিকার ১০০ ওয়াট সাউন্ড আউটপুট দেয়। এই স্পিকার সিস্টেমে একটি সাব উফার সহ চারটি স্যাটেলাইট স্পিকার উপস্থিত। একে দূর থেকে নিয়ন্ত্রণ করার জন্য রিমোট কন্ট্রোলও দেওয়া হয়েছে। এটি ব্লুটুথের মাধ্যমে ফোন, পিসি এবং ল্যাপটপের সাথে যুক্ত করা যাবে।
হাইড্রো ৫ গেমিং হেডসেট গেমারদের কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে যে এটি দুর্দান্ত অডিও অভিজ্ঞতা দেবে। গেমিংয়ের জন্য এতে ৬০এমএস লো ল্যাটেন্সি পাওয়া যাবে। সংস্থাটি জানিয়েছে যে, এটি ১০০ ঘন্টা মিউজিক প্লেটাইম এবং ১৮০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। ফুল চার্জ হতে এর সময় লাগে ২ ঘণ্টা।
নতুন জুকবক্স স্পিকার এবং হাইড্রো ৫ গেমিং হেডসেটটি সারা দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকে পাওয়া যাবে। জুকবক্স ৪ প্রো স্পিকারের দাম ৮৯৯ টাকা, জুকবক্স ২ প্রো স্পিকারের দাম ৪৯৯ টাকা, জুকবক্স ২১ স্পিকারের দাম ৩,১৯৯ টাকা এবং হাইড্রো ৫ গেমিং হেডসেটের দাম ১,০৪৯ টাকা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.