প্রীতি পোদ্দার, করাচি: বহু সমাজমাধ্যম ব্যবহারকারীদের ফিডে এক বা একাধিক রসালো অথবা হাস্যকর পোস্ট আসে, যেগুলি ব্যবহারকারীদের একের পর এক শেয়ারের মাধ্যমে নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ধীরে ধীরে এই পোস্টগুলিই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে বিনোদনের বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে সেগুলির মধ্যে কিছু কিছু পোষ্ট যেমন ফেক থাকে ঠিক তেমনই কিছু কিছু পোস্ট আবার সত্যিকারের হয়ে থাকে। সম্প্রতি এমনই এক পোস্ট বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ভাইরাল পোস্ট
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে একটা সবুজ রঙের পাখি রয়েছে। এক ঝলকে সেই পাখিটা দেখতে অনেকটা টিয়া পাখির (Parrot) মতো লাগলেও, সেই পোস্টে দাবি করা হয়েছে এটা নাকি মুরগি। এক পাকিস্তানি দোকানদার নাকি একটা মুরগিকে সবুজ রঙ করে দিয়ে সেটিকে টিয়া বলে অনলাইনে বিক্রি করছেন। এবং টিয়াটির দাম তিনি ঠিক করেছিলেন সাড়ে ৬ হাজার টাকা হিসেবে। অনলাইন মার্কেটপ্লেস OLX-এ বিক্রি করতে চেয়েছেন এই মুরগিরূপী টিয়াকে। আর এই আবহে বেশ শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Copy code
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নেটিজেনদের প্রতিক্রিয়া
এদিকে ওই পাকিস্তানি ব্যক্তির দাবি “এই অদ্ভুত টিয়া পাখি কথা বলে না কিন্তু সকালে মুরগির ডাকার মতো শব্দ করে। এই অত্যাচর্য টিয়া পাখি কিনতে হলে শুধুমাত্র আগ্রহীরা আমাকে ডাইরেক্ট মেসেজ করুন।” সম্প্রতি সেই পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এবং নিমেষেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতেই অনেক নেটিজেন নানা মন্তব্য করছেন। কেউ বলছেন কেমন মজার মানুষ, এমন কি সত্যি হয়! অপরদিকে আরও একজন লিখেছেন, “এটা ফেক। আমি OLX এ যাচাই করেছি।” অনেকে আবার ওই ব্যক্তিকে নিয়ে নানারকম কুমন্তব্যও করেছেন।
প্রসঙ্গত, পাকিস্তান সহ প্রতিটি দেশে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায়, যা জানলে সারা বিশ্বের মানুষ হতবাক হয়ে যান। কখনও এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক হনুমান এক পটু ব্যক্তির মতো বাড়ির সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছেন। আবার এমন ভিডিও দেখা গিয়েছে এক বৃদ্ধা সরু দড়ির ওপর দাঁড়িয়ে নানা ধরনের খেলা দেখাচ্ছে। আর এগুলিই মানুষকে শত ব্যস্ততার মাঝে খানিক আহ্লাদের স্বাদ দেয়।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।