দাম ৮ হাজার টাকার কম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ৫ স্মার্টফোন দেখে নিন

আপনার যদি ফটোগ্রাফি এবং ভিডিও বানানোর শখ থাকে এবং কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সেরা ৫টি ফোনের সন্ধান দিতে পারি আমরা। ৮,০০০ টাকার কম দামে আসা এই ফোনগুলিতে আপনি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। এই স্মার্টফোনগুলি Motorola, Redmi, Samsung এবং Poco ব্র্যান্ডের অধীনে এসেছে। চলুন ফোনগুলির নাম ও ফিচার জেনে নেওয়া যাক।

৮,০০০ টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Motorola G05

মটোরোলা জি০৫ ফোনে ক্রিস্টাল ক্লিয়ার ছবির জন্য পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এতে এইচডিআর সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে। তাই মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি আদর্শ। ফ্লিপকার্ট থেকে এই ডিভাইসটি আপনি ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

READ MORE:  ২২ মিনিটে ফুল চার্জ, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্টের সেরা ৬ স্মার্টফোন দেখে নিন

itel A80

আইটেল এ৮০ একটি চমৎকার বাজেট-ফ্রেন্ডলি ক্যামেরা ফোন, এতে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা চমৎকার সেলফি তুলতে এবং ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে। ফ্লিপকার্টে এই ফোনটি বিক্রি হচ্ছে ৭,১৯৯ টাকায়।

Redmi 13C 5G

রেডমি ১৩সি ৫জি বাম্পার ছাড়ের পরে ৭,১৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে ওয়াইড শটের জন্য পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং তৃতীয় সেন্সর পাওয়া যাবে। এতে এইচডিআর সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড সাপোর্ট করবে।

READ MORE:  Poco M7 5G India Launch Date: ১০,০০০ টাকার মধ্যে সেরা ৫জি ফোন আনছে পোকো, ১২ জিবি র‍্যামের সঙ্গে ৩ মার্চ লঞ্চ হবে | Poco M7 5G Price India

Samsung Galaxy M05

স্যামসাং গ্যালাক্সি এম০৫ ডিভাইসে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পোট্রেট শটের জন্য ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। অ্যামাজনে এই ফোনটি বিক্রি হচ্ছে ৬৪৯৯ টাকায়। স্যামসাংয়ের এই ডিভাইসে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে ৩০/৬০ এফপিএসে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে।

Poco C75 5G

পোকো সি৭৫ ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে চিত্তাকর্ষক ক্যামেরা উপস্থিত। এই স্মার্টফোনে পিডিএএফ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই পোকো ফোনে এইচডিআর সহ ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Smartphone Under 7000: ৭০০০ টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Poco, Samsung এবং Motorola স্মার্টফোন | 50 Megapixel Camera Smartphone Under 7000

Scroll to Top