দারুণ খবর! এখন ছেলে-মেয়েরা প্রতি মাসে সরকারের কাছ থেকে পাবেন ৫০০০ টাকা, জেনে নিন আবেদন করার পদ্ধতি
বর্তমান বাজারে চাকরির প্রতিযোগিতা এতটাই তীব্র যে সরকারি চাকরি পাওয়া একপ্রকার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি সংস্থাগুলিতেও কাজ পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে চাকরির আশা কমে যাচ্ছে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য হলো ছেলে-মেয়েদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা।
এই উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার ‘পিএম ইন্টার্নশিপ স্কিম’ নামে একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ গত বছরের বাজেটে ঘোষণা করেছিলেন। এই স্কিমের অধীনে সরকার চাকরিপ্রার্থী ছেলে-মেয়েদের প্রতি মাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড দেবে।
– প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় এক কোটি ছেলে-মেয়ে দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে প্রশিক্ষণ নিতে পারবে।
– প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ও পরিচিতি গড়ে ওঠায় চাকরি পেতে সুবিধা হবে।
– এর ফলে তরুণ প্রজন্ম কর্মসংস্থানের দিক থেকে উপকৃত হবে এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবে।
1. এই স্কিমে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যাদের পড়াশোনা সম্পূর্ণ হয়েছে।
2. বর্তমানে যাদের পড়াশোনা চলছে, তারা এই প্রকল্পের জন্য যোগ্য নয়।
3. যাদের বাবা-মা সরকারি চাকরি করেন, তারাও এই সুবিধা পাবেন না।
4. IIT বা IIM-এর ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় পড়বে না।
5. এই প্রকল্প শুধুমাত্র তাদের জন্য, যাদের সত্যিই চাকরির প্রয়োজন এবং যারা যোগ্য প্রার্থী।
খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। সরকারের আশা, এই উদ্যোগ দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভর হতে সহায়তা করবে।
এই প্রকল্প তরুণদের জন্য এক দুর্দান্ত সুযোগ। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মজীবনে এগিয়ে যাওয়ার এই উদ্যোগকে সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। যাদের চাকরির প্রয়োজন, তারা যেন এই সুযোগ হাতছাড়া না করে।
ফ্ল্যাগশিপ ফোন মানেই বেশি দাম। কিন্তু সেটা একটু পুরনো হয়ে গেলেই দাম কমতে থাকে। ফলে…
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
This website uses cookies.