লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দারুণ খবর, মাত্র 13,000 টাকা পকেটে থাকলেই বাড়ি আসবে নতুন Pulsar 150

Updated on:

মোটরসাইকেলের জগতে Bajaj Pulsar জনপ্রিয় একটি নাম। প্রচুর মানুষের প্রিয় বাইক এই পালসার। যদিও এটির একাধিক মডেল রয়েছে। আজ যে বাইকটির কথা বলা হচ্ছে, সেটি হল Pulsar 150। আপনি যদি কম বাজেটের কারণে এটি কিনতে গিয়ে অসুবিধা পড়েন, তাহলে আপনার জন্য রইল একটি সহজ হিসাব। অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য বলছে, মাসিক ৩৭৭১ টাকা দিলেই পেয়ে যাবেন এই বাইক। দেরি না করে অর্থায়নের পরিকল্পনাটি জেনে নিন।

READ MORE:  অসাধারণ মাইলেজ, নতুন ফিচার্সের সঙ্গে স্টাইলিশ লুকে হাজির Honda Shine 125

অর্থায়ন সম্পর্কে বলার আগে জানিয়ে রাখি, এই বাইকে পাওয়া যাবে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। উন্নত পারফরম্যান্সের জন্য রয়েছে একটি ১৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। এই মোটরসাইকেলটি কেবল শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, বরং প্রতি লিটারে ৪৫ কিলোমিটারেরও বেশি মাইলেজও দিতে সক্ষম।

আপনি যদি এমন কোনও আকর্ষণীয় মোটরসাইকেল খুঁজে থাকেন, যা আপনার বাজেটের মধ্যে ফিট হবে, শক্তিশালী ইঞ্জিন, উন্নত বৈশিষ্ট্য এবং উচ্চ জ্বালানি পাওয়া যাবে, তাহলে বাজাজ পালসার ১৫০ আপনার জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

READ MORE:  কেনার কথা ভাবলে বেশি দেরি নয়, এপ্রিল থেকেই গাড়ির দাম বাড়াচ্ছে টাটা-মারুতিরা

আরও পড়ুনঃ ফুল চার্জে যাবে 501 কিমি! বাজার কাঁপিয়ে লঞ্চ হল Ola Roadster X Plus ইলেকট্রিক বাইক

এই মোটরসাইকেলটি বর্তমানে প্রায় ১.১১ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যে বিক্রি হচ্ছে। যাঁরা বাইকটি ঋণের মাধ্যমে কিনতে আগ্রহী তাঁদের জন্য একটি অর্থায়ন পরিকল্পনা রয়েছে। যার জন্য মাত্র ১৩,০০০ টাকা ডাউন পেমেন্ট প্রয়োজন। তারপর, ব্যাংক তিন বছরের জন্য ৯.৭% সুদের হারে ঋণ প্রদান করবে। এই ঋণ পরিশোধ করতে, গ্রাহককে আগামী ৩৬ মাস ধরে ব্যাংকে ৩,৭৭১ টাকা মাসিক ইএমআই জমা দিতে হবে। তাহলেই সম্পূর্ণ মালিকানা পেয়ে যাবেন বাইকের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Amazon Voucher: KTM Duke সিরিজের বাইকে দুর্দান্ত অফার, অনলাইনে অর্ডার করলে বাড়তি সুবিধা | KTM Duke Series Online Order Offer

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.