দালালরাজ শেষ, ট্রেনের টিকিট বুকিংয়ে বায়োমেট্রিক আনবে রেল, কি কি সুবিধা হবে
শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনে করে কোথাও। যাওয়ার প্ল্যান করছেন? ট্রেনের টিকিট বুক করবেন বলে ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। ট্রেনে ভ্রমণ করতে হলে সাধারণ মানুষকে সাধারণত তাদের আসন সংরক্ষণের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। তবে অনেক চেষ্টা সত্ত্বেও প্রায়ই সাফল্য মেলে না। এর ফলে অনেকেই আছেন যারা কিনা দালাল মারফত ট্রেনের টিকিট বুক করতে যান। দালালের মাধ্যমে বুক করা হলে সঙ্গে সঙ্গে আসন নিশ্চিত হয়ে যায়। তবে এবার এই দালালদের রুখতে এবার চরম সিদ্ধান্ত নিল রেল।
আসলে এবার থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বিরাট বদল আনল রেল। আর এই নিয়ম অফলাইনের ক্ষেত্রে। একটি রিপোর্ট অনুযায়ী, টিকিট সংরক্ষণ নিয়ে দালালদের একটি বড় জাল রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে রেল বিভাগ যতই ব্যবস্থা করুক না কেন, রেলওয়ে ব্যবস্থায় এসব দালালের আধিপত্য পুরোপুরি। ফলে দালালদের দৌরাত্ম্য রুখতে বিশেষ পরিকল্পনা তৈরি করেছে রেল। এর আওতায় এখন সংরক্ষণ কেন্দ্রগুলিতে বায়োমেট্রিক পদ্ধতি বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্প্রতি রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সাইবার সেল এই সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছে রেল বোর্ডের কাছে। সেখানে ট্রেনের টিকিটে দালালরাজ কমানোর উদ্দেশে নির্দিষ্ট করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ‘অফলাইন’ বুকিংয়ের সময় বায়োমেট্রিক চালুর সুপারিশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রকের আওতাধীন সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম (আইআরসিটিসি) এবং রেলের বিভিন্ন টেকনিক্যাল সহযোগিতা প্রদানকারী সেন্টার ফর রেলওয়ে ইনফমের্শন সিস্টেমসের (সিআরআইএস) সঙ্গে সমন্বয় রক্ষা করে চলার প্রস্তাবও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ রিজার্ভেশন ছাড়া মাত্র ৪০ টাকায় হবে যাত্রা! ১০টি স্পেশাল ট্রেন চালু রেলের, দেখুন রুট সহ টাইমটেবিল
রেলের এই পরিকল্পনা দালালদের হাত থেকে রেহাই দেবে সাধারণ মানুষকে। ভারতীয় রেল যাত্রীদের কনফার্ম টিকিট বুক করার জন্য রিজার্ভেশন কেন্দ্রগুলিতে ফিঙ্গার প্রিন্ট এবং বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করার প্রস্তুতি নিচ্ছে। এরপর এক ঠিকানায় যদি বিপুল সংখ্যক টিকিট বুক করা হয়, তাহলে রেলের রিজার্ভেশন কম্পিউটার সাইট তা লক করে দেবে।
এ প্রসঙ্গে নর্থ সেন্ট্রাল পাবলিক রিলেশন অফিসার আমিল জানান, রিজার্ভেশন টিকিট বুকিংয়ের জন্য বায়োমেট্রিক পদ্ধতি সংযুক্তিকরণের কাজ চলছে, যা প্রতিটি রিজার্ভেশন টিকিট কাউন্টারে বসানো হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের মাধ্যমে টিকিট বুকারকে শনাক্ত করা হবে। এছাড়াও টিকিট সংরক্ষণের বিষয়টি বারবার একই আইডি ও ব্যক্তির মাধ্যমে শনাক্ত করা হবে এবং মেশিন তা সন্দেহজনক মনে করে পরিচয় জানিয়ে দেবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.