লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দিঘা যাওয়া আরও সহজ, বাড়তি ট্রেনের ঘোষণা রেলের! দেখে নিন সময়সূচী

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধনের দিন প্রায় চলেই এল। এখন জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের যাতে কোনো রকম সমস্যার মুখোমুখি না হতে হয় সেই কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর এই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে এখন দিঘা জমজমাট। অন্যদিকে যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর দিল রেল। এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বাড়তি ট্রেনের ঘোষণা রেলের

গতকাল দিঘাগামী বাড়তি ট্রেন নিয়ে দক্ষিণ পূর্ব রেল এর তরফে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে আজ অর্থাৎ ২৬ এপ্রিল থেকে থেকে ৪ মে পর্যন্ত দিঘাগামী রোজ দুকয়েকটি বাড়তি ট্রেন চালাবে দক্ষিণ–পূর্ব রেল। রেল সূত্রে খবর, হাওড়া থেকে ট্রেন দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে। আর দিঘা পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। সেখান থেকে একই দিনে সন্ধ্যে ৬টায় ছেড়ে হাওড়ায় ট্রেন আসবে রাত ১০টা ৩৫ মিনিটে। এরপর দুপুর ১ টা ১৯ মিনিটে দাসনগর থেকে দিঘাগামী একটি ট্রেন ছাড়বে এবং ৯ টা ২০ মিনিটে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছবে। এছাড়া দুপুর ১ টা বেজে ২৪ মিনিটে আবার রামরাজাতলা থেকে দিঘাগামী আরও একটি ট্রেন ছাড়বে।

READ MORE:  তেল বিদ্যুৎ ছাড়াই দেশে এ বার টিউবের ভেতরের দ্রুতগতিতে ছুটবে হাইপারলুপ ট্রেন! কোথায়?

যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত

এছাড়াও দুপুর ২টো বেজে ৩ মিনিটে উলুবেড়িয়া থেকে দিঘাগামী একটি ট্রেন রয়েছে। এবং, দুপুর ২ টো বেজে ১৭ মিনিটে বাগনান থেকে দিঘাগামী এই ট্রেনে উঠতে পারবে যাত্রীরা। পাশাপাশি ৩ টে ১৯ মিনিটে তমলুক স্টেশন থেকে এই দিঘাগামী ট্রেন ছাড়বে, যা পৌঁছবে ৭ টা ১০ মিনিটে। এই প্রসঙ্গে দক্ষিণপূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই মুহূর্তে অনেক যাত্রী দিঘা যাচ্ছেন। তাঁদের যাত্রার কথা ভেবেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আলাদা করে কোনও বিষয় নেই। যাত্রীদের ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনগুলির ব্যবস্থা করেছে রেল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এদিকে বাড়তি রেল পর্যটকদের জন্য চালু হলেও আখেরে বেশ লাভ হবে ভারতীয় রেলের। অনেকটাই আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ জগন্নাথ মন্দির দেখতে ইতিমধ্যেই পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন। আর এই জগন্নাথধামের উদ্বোধন হয়ে গেলে সমুদ্রসৈকতের পাশাপাশি মন্দির নিয়ে এই পর্যটনকেন্দ্রের বৃত্ত সম্পূর্ণ হবে। যার ফলে রাজ্যের অর্থনৈতিক ভাণ্ডারও উপচে পড়বে।

READ MORE:  Weather Today: দক্ষিণবঙ্গের ৬ জেলায় হিটওয়েভের সতর্কতা জারি, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া | Heat Wave Situation In South Bengal Weather Today

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.