লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দিনে ৩৩ কোটি লেনদেন! ৬০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁল PhonePe

Published on:

ভারতে এখন অফলাইন লেনদেনের থেকে অনলাইন লেনদেন বেশি হয়। এখন দেশের প্রায় ৬০ শতাংশ মানুষই অনলাইন পেমেন্ট ব্যবহার করে। সে PhonePe বলুন, বা Google Pay বলুন, কিংবা Paytm। ক্যাশ টাকার কারবার এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কারণে দিনের পর দিন কমে আসছে। আর এরই মধ্যে এক নতুন জায়গায় পৌঁছে গেল PhonePe।

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বিশাল মাইলফলক স্পর্শ করল PhonePe। গত মঙ্গলবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, PhonePe প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারী ৬০ কোটির গণ্ডি পার করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির এক দ্রুত সম্প্রসারণ হতে চলেছে।

READ MORE:  স্টেশনে ঢুকতে পারবে না আত্মীয় বা বন্ধুরা! রেলের নতুন নিয়মে তোলপাড় গোটা দেশ

৬০ কোটির মাইলফলক

সম্প্রতি PhonePe-এর সহ প্রতিষ্ঠাতা এবং CEO সমীর নিগম এই সাফল্যে উচ্ছাসিত হয়ে জানিয়েছেন, “PhonePe পরিবারের জন্য একটি বিশেষ গর্বের মুহূর্ত। আমরা আমাদের ইউজারদের চাহিদা পূরণ করতে পেরেছি এবং নতুন নতুন দেশীয় সমাধান তৈরি করতে পেরেছি। এবার ভারতের ডিজিটাল রূপান্তরকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাব।”

১ বছরে ব্যাপক বৃদ্ধি

এক রিপোর্ট বলছে, বিগত বছরের মার্চ মাসে PhonePe ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৩ কোটি। আর এখন মাত্র এক বছরের ব্যবধানে সেই সংখ্যা ৭ কোটিরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ।

READ MORE:  Tata Stock: ২০২৭-র মধ্যে হবে সোনার খনি, টাটা গ্রুপের এই স্টক কিনে রাখলে হবে বিপুল লক্ষ্মীলাভ | Stock Market News

প্রতিদিন কত ট্রানজেকশন হচ্ছে?

PhonePe-এর পরিসংখ্যান বলছে, দিনে ৩৩ কোটির বেশি লেনদেন সম্পন্ন হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে। এই কোম্পানি দাবি করছে যে, বছরে ১৫০ লাখ কোটি টাকারও বেশি লেনদেন করা হয় জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। 

ভারতের ডিজিটাল বিপ্লবে PhonePe-এর ভূমিকা

ভারত এখন ডিজিটাল ফার্স্ট অর্থনীতির দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। যেখানে নগদ লেনদেনের কারবার কমে আসছে এবং ডিজিটাল লেনদেনের কারবার বাড়ছে। PhonePe-এর মতো প্ল্যাটফর্ম এই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। 

READ MORE:  Interest Rate: PPF এ মিলছে চমৎকার সুদ, মাত্র ৫০০ টাকায় বিনিয়োগেই লক্ষ্মীলাভ | Investment In PPF

৬০ কোটির বেশি ব্যবহারকারীর আস্থা অর্জন করে PhonePe আরো বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে, তা এখন স্পষ্ট। ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ নিয়ে এখন সংস্থার CEO যথেষ্ট আশাবাদী। তারা ভবিষ্যতে আরো ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চায়। এখন দেখার PhonePe কীভাবে ডিজিটাল জগতে বিপ্লব নিয়ে আসে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.