দিনে ৩৩ কোটি লেনদেন! ৬০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁল PhonePe
ভারতে এখন অফলাইন লেনদেনের থেকে অনলাইন লেনদেন বেশি হয়। এখন দেশের প্রায় ৬০ শতাংশ মানুষই অনলাইন পেমেন্ট ব্যবহার করে। সে PhonePe বলুন, বা Google Pay বলুন, কিংবা Paytm। ক্যাশ টাকার কারবার এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলির কারণে দিনের পর দিন কমে আসছে। আর এরই মধ্যে এক নতুন জায়গায় পৌঁছে গেল PhonePe।
ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বিশাল মাইলফলক স্পর্শ করল PhonePe। গত মঙ্গলবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, PhonePe প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারী ৬০ কোটির গণ্ডি পার করেছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির এক দ্রুত সম্প্রসারণ হতে চলেছে।
সম্প্রতি PhonePe-এর সহ প্রতিষ্ঠাতা এবং CEO সমীর নিগম এই সাফল্যে উচ্ছাসিত হয়ে জানিয়েছেন, “PhonePe পরিবারের জন্য একটি বিশেষ গর্বের মুহূর্ত। আমরা আমাদের ইউজারদের চাহিদা পূরণ করতে পেরেছি এবং নতুন নতুন দেশীয় সমাধান তৈরি করতে পেরেছি। এবার ভারতের ডিজিটাল রূপান্তরকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাব।”
এক রিপোর্ট বলছে, বিগত বছরের মার্চ মাসে PhonePe ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৫৩ কোটি। আর এখন মাত্র এক বছরের ব্যবধানে সেই সংখ্যা ৭ কোটিরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ।
PhonePe-এর পরিসংখ্যান বলছে, দিনে ৩৩ কোটির বেশি লেনদেন সম্পন্ন হচ্ছে এই অ্যাপ ব্যবহার করে। এই কোম্পানি দাবি করছে যে, বছরে ১৫০ লাখ কোটি টাকারও বেশি লেনদেন করা হয় জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।
ভারত এখন ডিজিটাল ফার্স্ট অর্থনীতির দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। যেখানে নগদ লেনদেনের কারবার কমে আসছে এবং ডিজিটাল লেনদেনের কারবার বাড়ছে। PhonePe-এর মতো প্ল্যাটফর্ম এই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে।
৬০ কোটির বেশি ব্যবহারকারীর আস্থা অর্জন করে PhonePe আরো বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে, তা এখন স্পষ্ট। ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ নিয়ে এখন সংস্থার CEO যথেষ্ট আশাবাদী। তারা ভবিষ্যতে আরো ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চায়। এখন দেখার PhonePe কীভাবে ডিজিটাল জগতে বিপ্লব নিয়ে আসে।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.