দিল্লির গদিতে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত! তাঁর কত টাকার সম্পত্তি? কতদূর পড়াশোনা?
দিল্লির গদিতে ফুটেছে পদ্মফুল। সরেছে ঝাড়ু নেতা অরবিন্দ কেজরিওয়াল। কে বসতে চলেছে দিল্লির গদিতে এই নিয়ে চলছিল টালবাহানা। অবশেষে সর্বসম্মতিক্রমে দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে গদিতে বসলেন রেখা গুপ্ত। শালিমার বাগের নবনির্বাচিত বিধায়কই হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী।
দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন তিনি। বেশ রঙিন রেখা গুপ্তর রাজনৈতিক জীবন। উঠে আসা ছাত্র রাজনীতি থেকে। সামলেছেন পুরসভার কাউন্সিলরের পদ। এই মুহূর্তে তিনি এমন একজন মহিলা নেত্রী যিনি বিজেপির তরফে কোনও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।
আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির তাবড় ব্যক্তিত্বরা। ১৯৭৪ সালের ১৯শে জুলাই হরিয়ানায় জন্মগ্রহণ করেন এই নেত্রী। এরপর ১৯৯৩ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হন রেখা।
পরবর্তীতে এলএলবি করেন তিনি। অর্থাৎ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কিন্তু পেশায় একজন আইনজীবী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ছিল ৬.৯২ লাখ টাকা। তার স্বামী মনীশ গুপ্তর আয় ছিল ৯৭.৫ লাখ টাকা। রেখা গুপ্তের উপর ৪৮,৪৪,৬৮৫ টাকার ঋণের বোঝাও রয়েছে।
উল্লেখ্য, এক ছেলে এক মেয়েকে নিয়ে সুখের সংসার রেখা গুপ্তর। দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি। রেখা গুপ্ত দিল্লির জনতার জন্য ভালো কিছু করবেন বলেই আসায় দিল্লির নাগরিকরা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
রিয়েলমি তাদের নতুন 5G স্মার্টফোন Realme 14T 5G খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। ২৫…
This website uses cookies.