দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা মমতার
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই দীঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir) নিয়ে সকলের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে এবার দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দির তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। এমনিতে দীঘা পরিচিত সমুদ্রের জন্য। কিন্তু একবার এই জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে দীঘার গুরুত্ব পর্যটকদের কাছে আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। যাইহোক অবশেষে এবার জানা গেল কবে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এই নিয়ে বড়সড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিজিবিএস) অষ্টম সংস্করণে বক্তব্য পেশ করেন তিনি। এদিন তিনি নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরা থেকে শুরু করে একগুচ্ছ ঘোষণা করেন। যার মধ্যে অন্যতম ছিল কবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা সকলের জন্য খোলা হবে সে বিষয়ে। আপনিও কি জানতে ইচ্ছুক যে কবে দীর্ঘ প্রতীক্ষিত এই মন্দিরের দরজা সকলের জন্য খোলা হবে? তাহলে জেনে নিন ঝটপট।
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৯ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন এই শুভ কাজ হবে। এই মন্দিরের দরজা সাধারণ পর্যটক থেকে শুরু করে জগন্নাথ দেবের ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এহেন ঘোষণাকে ঘিরে সকলের মধ্যে খুশির হাওয়া বিরাজ করছে।
জানা গিয়েছে, এই মন্দির তৈরী করতে সরকারের খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা মতো। এই মন্দির নিয়ে তো এমনিতেই সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে রয়েছেই।প্রায় ২২ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল ও বিরাট মন্দির চত্বর।
আরও পড়ুনঃ ঝুলে পরীক্ষার্থীদের ভাগ্য, মাধ্যমিক পরীক্ষার ৫ দিন আগে হাইকোর্টে মামলা
শুধুই তাই নয়, মন্দিরের অদূরে কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে ঘাট। অর্থাৎ এই ঘাট থেকে স্নান করে আপনিও অনায়াসেই মন্দিরে পুজো দিতে যেতে পারবেন বৈকি। সকলের প্ৰিয় ওল্ড দীঘার একদম শেষভাগে নাকি দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এই নতুন ঘাট তৈরির উদ্যোগ নিয়েছে। আর এই ঘাট তৈরী করতে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের খরচ হবে ৪০ লক্ষ টাকা।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন দক্ষিণবঙ্গে সূর্যের প্রখর রোদ এবং বাতাসে অত্যাধিক জলীয়বাষ্প (Weather Update)…
This website uses cookies.