দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান: Jio বনাম Airtel বনাম Vi বনাম BSNL, কোনটি বেশি লাভজনক?

টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হচ্ছে জিও, এয়ারটেল, VI এবং BSN-র মত টেলিকম সংস্থাগুলি। তবে আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে এই চারটি টেলিকম কোম্পানির সবচেয়ে দামি এবং বিশেষ সুবিধাযুক্ত দীর্ঘমেয়াদি প্ল্যানগুলোর কথা আলোচনা করব। পাশাপাশি জানিয়ে দেব দীর্ঘদিন প্ল্যানগুলির মধ্যে কোন প্ল্যানটি আপনার জন্য সেরা হবে।

১) জিওর ৩৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

জিওর এই প্ল্যানটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করে। এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পান সেগুলি হল-

  • প্রতিদিন ১০০ টি করে SMS পাওয়া যায়। 
  • প্রতিদিন ২.৫ জিবি করে মোট ৯১২.৫ জিবি ডাটা পাওয়া যায়।
  • সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যায়।
  • আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যায়।
  • এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে Jio Cinema, Jio TV, Jio Cloud এবং Phonecode ইত্যাদির সাবস্ক্রিপশন দেওয়া থাকে।
READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের ফের বড় ঝটকা, আবারও বাড়ল সোনার দাম! নতুন রেটে আগুন | Gold And Silver New Rate

২) এয়ারটেলের ৩৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের এইরকমই ৩৯৯৯ টাকার প্ল্যানেও রয়েছে একগুচ্ছ সুবিধা। এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবেন সেগুলি হল-

  • প্রতিদিন ১০০ টি করে SMS পাওয়া যায়। 
  • প্রতিদিন ২.৫ জিবি করে মোট ৯১২.৫ জিবি ডাটা পাওয়া যায়।
  • সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যায়।
  • আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যায়।
  • অতিরিক্ত সুবিধা হিসেবে ১ বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন, স্প্যাম কল এবং SMS-এর সতর্কতা, Airtel Extreme অ্যাপ, Apollo 24/7 সার্কেল এবং ফ্রি হেলোটিউনসের সুবিধা মিলবে।

৩) Vi-এর ৩৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

Vi-এর এই প্ল্যানটিও ৩৬৫ দিনের জন্য বৈধ। এই প্ল্যানে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • প্রতিদিন ১০০ টি করে SMS পাওয়া যায়। 
  • প্রতিদিন ২ জিবি করে মোট ৭৩০ জিবি ডাটা পাওয়া যায়।
  • সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যায়।
  • অতিরিক্ত সুবিধা হিসাবে Amazon Prime সাবস্ক্রিপশন ১ বছরের জন্য দেওয়া হবে। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনলিমিটেড ডাটা এবং উইকেন্ড ডেটা রোলওভার এবং Data Delight-এর সুবিধা পাওয়া যাবে।
READ MORE:  চাল-গম বন্ধ, এবার ব্যাংকে ঢুকবে নগদ টাকা! কী বললেন খাদ্যমন্ত্রী?

৪) Vi-এর ৪২১৯ টাকার প্রিপেইড প্ল্যান

Vi-এর এই প্রিমিয়াম প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-

  • প্রতিদিন ১০০ টি করে SMS পাওয়া যায়। 
  • প্রতিদিন ২ জিবি করে মোট ৭৩০ জিবি ডাটা পাওয়া যায়।
  • সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যায়।
  • অতিরিক্ত সুবিধা হিসেবে Sony Liv সাবস্ক্রিপশন ১ বছরের জন্য, Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন ১ বছরের জন্য, রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনলিমিটেড ডাটা এবং উইকেন্ড ডেটা রোলওভার এবং Data Delight-এর সুবিধা পাওয়া যাবে।
READ MORE:  IDBI Junior Assistant Manager Recruitment 2025: স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক | IDBI Bank Recruitment

৫) BSNL-এর ২৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান

BSNL-এর এই দীর্ঘমেয়াদি প্ল্যানে যে সুবিধাগুলি দেওয়া হচ্ছে সেগুলি হল-

  • প্রতিদিন ১০০ টি করে SMS-এর সুবিধা পাবেন।
  • যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। 
  • প্রতিদিন ৩ জিবি করে মোট ১০৯৫ জিবি ডেটা পাওয়া যাবে।

আপনার জন্য কোনটি সেরা?

যদি আপনি বেশি পরিমাণে ডেটা ব্যবহার করেন এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান চান, তাহলে BSNL-এর প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হবে। অন্যদিকে জিও এবং এয়ারটেল ৩৯৯৯ টাকার প্ল্যানে বেশি পরিমাণে ডেটা এবং প্রিমিয়াম সুবিধা প্রদান করে। যদি রাত্রিবেলা অতিরিক্ত ডাটা এবং এক্সেস চান তাহলে Vi-র প্ল্যান বিবেচনা করতে পারেন।

দীর্ঘমেয়াদি প্ল্যানগুলি ১ বছরের জন্যে চিন্তামুক্ত মোবাইল পরিষেবা নিশ্চিত করবে। তাই নিজের প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নিন এবং উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা।

Scroll to Top