দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে পুরুলিয়ায় চালু হচ্ছে ডবল লাইন! কবে? সুখবর দিল রেল
সৌভিক মুখার্জী, কলকাতাঃ পুরুলিয়া এবং তৎসংলগ্ন এলাকার যাত্রীদের জন্য দারুণ সুখবর। বহু প্রতীক্ষিত পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন অবশেষে চালু হতে চলেছে চলতি মাসে। হ্যাঁ ঠিক শুনেছেন। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল মিশ্র নিজেই এই ঘোষণা করেছেন। রেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। মার্চ মাসের মধ্যেই যাত্রীরা এই নতুন ডবল লাইনের সুবিধা উপভোগ করতে পারবে।
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ২০ থেকে ৩১শে মার্চের মধ্যে ডবল লাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যে ২২ থেকে ২৩শে মার্চের মধ্যে CRS পরিদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। CRS-এর অনুমোদন মিললেই নতুন ডবল লাইনে ট্রেন চালানো শুরু হবে।
সাধারণত কোন নতুন রেললাইন CRS-এর ছাড়পত্র ছাড়া চালু করা যায় না। এটি রেলের নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিদর্শন। যেখানে রেলের পরিকাঠামো, সিগন্যালিং লেভেল ক্রসিং ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হয়। CRS-এর অনুমোদন পেলেই যাত্রীবাহী ট্রেন এই নতুন ডবল লাইনে চলতে শুরু করবে।
বুধবার রেলের আদ্রা ডিভিশনের পরিদর্শনে আসেন জেনারেল ম্যানেজার অনিল মিশ্র। তার সঙ্গে ছিলেন আদ্রার DRM সুমিত নারুলা, রাঁচির DRM জসমিত সিং বিন্দরা, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং উচ্চপদস্থ রেল আধিকারিকরা। পরিদর্শনের সময় পুরুলিয়া-কোটশিলা-ঝালদা রোডের বিভিন্ন লেভেল ক্রসিং, আন্ডারপাস খতিয়ে দেখা হয়।
শুধু ডবল লাইন নয়, পুরুলিয়া শহরের গোশালা ও সুফলপল্লির কাছে রেলের জমিতে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া থেকে গৌরীনাথধাম স্টেশনের মধ্যে সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নতুন ট্রেন হল্টের প্রস্তাব তুলে ধরা হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত নতুন রেলপথ তৈরিরও দাবি উঠেছে, যার জন্য ইতিমধ্যেই রেল সার্ভে করার জন্য অর্থ বরাদ্দ করেছে।
যদি সব পরিকল্পনামাফিক কাজ হয়, তাহলে মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে এই নতুন ডাবল লাইন চালু হয়ে যেতে পারে। পুরুলিয়া এবং সংলগ্ন এলাকার মানুষদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান শেষ হতে চলেছে। এতে ট্রেন চলাচল আরও দ্রুত এবং সহজ হবে। পাশাপাশি যাত্রীদের সময়ও বাঁচবে এবং রেল পরিষেবা উন্নত হবে, যা সংশ্লিষ্ট এলাকার উন্নয়নের একটি বড় পদক্ষেপ।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.