দুই ফোনের মধ্যে এগিয়ে কে? দাম, ফিচারের তুলনা রইল

লঞ্চ হয়ে গিয়েছে গুগলের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 9a। একাধিক এআই ফিচার্স, দুরন্ত ক্যামেরা-সহ নানা চমক নিয়ে হাজির হয়েছে এই ডিভাইস। তবে এই স্মার্টফোন ভারতের বাজারে দাম ও ফিচার্সের নিরিখে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে। কারণ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের সবথেকে কম দামি iPhone 16e। দুই ফোনের মধ্যে সেরা কোনটা? চলুন তুলনা করা যাক।

iPhone 16e বনাম Pixel 9a এর দাম

ভারতে পিক্সেল ৯এ ফোনের দাম ৪৯,৯৯৯ টাকা। এপ্রিল থেকে শুরু হবে এর বিক্রি। আর আইফোন ১৬ই এর দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে। অর্থাৎ ১০ হাজার টাকা বেশি। এই ফোনের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। টপ মডেলের দাম ৮৯,৯০০ টাকা।

READ MORE:  Oppo A3i Plus Launched: ৩০ মিনিটেই হাফ চার্জ হবে ব্যাটারি, এবার ২৪ জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে আনল Oppo | Oppo A3i Plus Price

iPhone 16e বনাম Pixel 9a এর ডিসপ্লে

আইফোন ১৬ই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। গুগল পিক্সেল ৯এ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি Actua pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

iPhone 16e বনাম Pixel 9a এর পারফরম্যান্স

অ্যাপলের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এ১৮ চিপসেট। এটি আইফোন ১৬ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র‍্যামের সাথে অ্যাপলের এআই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি। অন্যদিকে, গুগলের ফোনে রয়েছে টেনসর জি৪ চিপসেট। এতেও ৮ জিবি র‍্যাম রয়েছে। স্টোরেজ বিকল্প ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।

READ MORE:  iPhone 16e Launched: কোটি কোটি ভক্তের অপেক্ষা সার্থক! বাজার কাঁপিয়ে সবচেয়ে সস্তায় লঞ্চ হল iPhone 16e | iPhone 16e Price in India

iPhone 16e বনাম Pixel 9a এর ক্যামেরা

আইফোনটির পিছনে রয়েছে কেবল একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য একটি ১২ এমপি ফ্রন্ট ক্যামেরা। পিক্সেল ৯এ-তে, পাওয়া যাবে OIS + EIS সহ একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং পিছনে একটি ১৩ এমপি আল্ট্রাওয়াইড লেন্স। ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

READ MORE:  দারুণ খবর, 100 জিবি ফ্রি ডেটা ও ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে বাজারে আসছে এই ফোন

iPhone 16e বনাম Pixel 9a : ব্যাটারি

আইফোন ১৬ই এর ব্যাটারি ক্যাপাসিটি জানা না গেলেও চার্জিং ২০ ওয়াট পর্যন্ত। পিক্সেল ৯এ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,১০০mAh এবং চার্জিং ২৩ ওয়াট।

Scroll to Top