দুই ফোনের মধ্যে এগিয়ে কে? দাম, ফিচারের তুলনা রইল
লঞ্চ হয়ে গিয়েছে গুগলের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 9a। একাধিক এআই ফিচার্স, দুরন্ত ক্যামেরা-সহ নানা চমক নিয়ে হাজির হয়েছে এই ডিভাইস। তবে এই স্মার্টফোন ভারতের বাজারে দাম ও ফিচার্সের নিরিখে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে। কারণ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের সবথেকে কম দামি iPhone 16e। দুই ফোনের মধ্যে সেরা কোনটা? চলুন তুলনা করা যাক।
ভারতে পিক্সেল ৯এ ফোনের দাম ৪৯,৯৯৯ টাকা। এপ্রিল থেকে শুরু হবে এর বিক্রি। আর আইফোন ১৬ই এর দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে। অর্থাৎ ১০ হাজার টাকা বেশি। এই ফোনের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। টপ মডেলের দাম ৮৯,৯০০ টাকা।
আইফোন ১৬ই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। গুগল পিক্সেল ৯এ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি Actua pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
অ্যাপলের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এ১৮ চিপসেট। এটি আইফোন ১৬ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র্যামের সাথে অ্যাপলের এআই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি। অন্যদিকে, গুগলের ফোনে রয়েছে টেনসর জি৪ চিপসেট। এতেও ৮ জিবি র্যাম রয়েছে। স্টোরেজ বিকল্প ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
আইফোনটির পিছনে রয়েছে কেবল একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য একটি ১২ এমপি ফ্রন্ট ক্যামেরা। পিক্সেল ৯এ-তে, পাওয়া যাবে OIS + EIS সহ একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং পিছনে একটি ১৩ এমপি আল্ট্রাওয়াইড লেন্স। ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আইফোন ১৬ই এর ব্যাটারি ক্যাপাসিটি জানা না গেলেও চার্জিং ২০ ওয়াট পর্যন্ত। পিক্সেল ৯এ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,১০০mAh এবং চার্জিং ২৩ ওয়াট।
সুমন পাত্র, কলকাতা: Nothing Phone 3a এবং 3a Pro লঞ্চ হয়েছে বেশিদিন হয়নি। এবার নাথিংয়ের…
অঙ্কিতা মন্ডল, কলকাতা: জাপানের আনুষাঙ্গিক নির্মাতা প্রতিষ্ঠান ইলিকম (Elecom) সম্প্রতি বিশ্বের প্রথম সোডিয়াম-আয়ন পাওয়ার ব্যাংক…
প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন, তবে অনেক প্রবীণ নাগরিক, মহিলা ও শারীরিকভাবে…
শ্বেতা মিত্র, কলকাতা: এপ্রিল মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম? ৬ দিনের বদলে এবার কী…
সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy S25 সিরিজের চতুর্থ মডেল এবার ভারতে আসতে চলেছে। নতুন ফোনটির…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ১ এপ্রিল থেকে গাড়ির দাম বাড়াচ্ছে মারুতি সুজুকি, টাটা মোটরস, ও হুন্ডাই।…
This website uses cookies.